কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের উদ্যোগে সম্প্রতি সাতপাড়া সবিবাদ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ দেশ গড়তে জামায়াতে ইসলামীকে শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য, দাউদকান্দি উপজেলা আমির মনিরুজ্জামান বাহলুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোশাররফ হোসেন (জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী), শাহজাহান তালুকদার (পৌর সেক্রেটারি), কাউছার আলম (উপজেলা সহকারী সেক্রেটারি), আবদুস সালাম (ইউনিয়ন আমির) ও হাবিব উল্লাহ প্রধান (ইউনিয়ন সেক্রেটারি)।

সভাপতিত্ব করেন আবিদ আলী মাস্টার, ওয়ার্ড সভাপতি। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।