আজ শনিবার (২১ জুন) মুগদা সরকারী হাসপাতাল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-০৯ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং সবুজবাগ, মুগদা ও খিলগাঁও উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কবির আহমদ।
হাসপাতাল পরিদর্শনে এসে হাসপাতালের ইনডোর, আউটডোর, ফার্মেসী ও ল্যাব সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন এবং রুগীদের চিকিৎসার খোঁজখবর নিয়ে তাদের সুস্থতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন।

তিনি বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে হাসপাতালের পরিচালক মহোদয় সহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
উক্ত পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন সবুজবাগ ও মুগদা জোনের থানা সমুহের আমীর, সেক্রেটারী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা - ০৯ আসনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বৃন্দ, থানা শূরা ও কর্মপরিষদের সদস্য বৃন্দসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের স্হানীয় দায়িত্বশীল ও গন্যমান্য ব্যক্তিবর্গ।