বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা ১৩ আসনের মনোনীত প্রার্থী মোঃ মোবারক হোসাইন বলেছেন, “জুলাই যোদ্ধারা আমাদের অনুপ্রেরণার উৎস।” তিনি এই যোদ্ধাদের ত্যাগ ও অবদানের যথাযথ স্বীকৃতির জন্য আইনি ভিত্তিতে সনদ প্রদানের আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টার প্রতি গণভোটের আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণের একমাত্র পথ হলো গণভোট, যেখানে জনগণ নিজেরাই ঠিক করবে দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা।”
আজ শুক্রবার রাজধানীর আদাবর থানা জামায়াত কর্তৃক আয়োজিত “পোলিং এজেন্ট ওরিয়েন্টেশন” শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনাব মোঃ মোবারক হোসাইন বলেন— “মানবিক সমাজ বিনির্মাণে আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। কারণ দায়িত্ববোধই একটি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজের ভিত্তি।”
তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন— “এই গণভোটের মাধ্যমেই ইনশাআল্লাহ এই দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের চিরতরে বিদায় জানানো হবে।” তাঁর বক্তব্যে উপস্থিত জনতা দেশপ্রেম ও ন্যায় প্রতিষ্ঠার নতুন অঙ্গীকারে উজ্জীবিত হয়ে ওঠে।
তিনি আরো বলেন, আল্লাহ তায়ালা মানুষকে পৃথিবীতে প্রতিনিধি (খলিফা) হিসেবে পাঠিয়েছেন— যেন সে ন্যায়, সত্য ও মানবিকতার ভিত্তিতে সমাজ পরিচালনা করে। কিন্তু এই দায়িত্ব পালনে ত্যাগ, সাহস ও আত্মনিবেদনের বিকল্প নেই। মহানবী হযরত মুহাম্মদ (সা:) তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে ত্যাগের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও মানবতার অনন্য প্রেরণা। সমাজের অন্যায়, অবিচার ও দুর্নীতির অন্ধকারে আলোর শিখা প্রজ্বলিত করতে হলে প্রত্যেকের মাঝে থাকতে হবে সেই নববী চেতনা— যেখানে ব্যক্তিস্বার্থ নয়, বরং সামষ্টিক কল্যাণই মূল লক্ষ্য।
আদাবর থানার সভাপতি মোঃ আল আমিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের নির্বাচনী পরিচালক ডাঃ মোঃ শফিউর রহমানসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
মোঃ মোবারক হোসাইন বলেন, “একজন পোলিং এজেন্ট কেবল ভোটের রক্ষক নয়, সে একটি মূল্যবোধসম্পন্ন সমাজের সৈনিক। তার দায়িত্ব শুধু ভোট কেন্দ্র পাহারা দেওয়া নয়— বরং সত্য, ন্যায় ও মানবিকতার বিজয় নিশ্চিত করা।” তিনি তরুণদের উদ্দেশে বলেন, “তোমরাই জাতির ভবিষ্যৎ স্থপতি। তাই তোমাদের মধ্যে ত্যাগ, সততা ও আমানতের চেতনা বিকশিত করতে হবে। কারণ ইসলাম আমাদের শিখিয়েছে— যে জাতি দায়িত্বে অবহেলা করে, সে জাতি কখনো মর্যাদায় উন্নীত হতে পারে না।”
ঢাকা ১৩ আসনের মনোনীত প্রার্থী মোঃ মোবারক হোসাইন উপস্থিত সকলের উদ্দেশ্যে আরো বলেন, ইসলাম এমন এক জীবনব্যবস্থা, যেখানে প্রতিটি কাজই ইবাদত— যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। তাই সমাজ, রাষ্ট্র ও মানবতার সেবায় আত্মনিয়োগ করা কোনো সাধারণ কাজ নয়; বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহৎ উপায়। জনাব মোঃ মোবারক হোসাইন আহ্বান জানান, “আসুন আমরা সবাই সততা, ন্যায় ও ত্যাগের মনোভাব নিয়ে সমাজে নেমে পড়ি। আমাদের দায়িত্ব শুধু নির্বাচনকে সুষ্ঠু করা নয়, বরং একটি মানবিক, নৈতিক ও ইসলামভিত্তিক সমাজ গঠন করা।”
সভা শেষে উপস্থিত সবাই গভীর অনুপ্রেরণায় উদ্বেল হয়ে মানবিক সমাজ গঠনে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় এক বিশ্বাস— ত্যাগের পথেই মানবতার জয়, আর দায়িত্ব পালনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে ন্যায়ভিত্তিক মানবিক সমাজ।