টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : আগামী দিনে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।
গতকাল সোমবার (১০ নভেম্বর) টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ৫, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেন, “বাংলাদেশের জনগণ স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার রক্ষার মূল্য বুঝে গেছে। তাই এ দেশে আর স্বৈরাচার, দমন-পীড়ন ও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, স্বচ্ছ নির্বাচন, জবাবদিহিমূলক প্রশাসন ও আইনের শাসন নিশ্চিত করাই হবে আগামীর বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথেই দেশ এগিয়ে যাবে।”
এ সময় উপস্থিত ছিলেন-মুন্সীগঞ্জ জেলা জামায়াতের শূরা সদস্য ও মুন্সীগঞ্জ-২ আসন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিন, ধীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সিদ্দিকুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আমিনুল ইসলাম, সেক্রেটারি মো. চন্নু, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. কামাল উদ্দিন, সেক্রেটারি ফয়সাল আহমেদ, এছাড়াও স্থানীয় জামায়াত নেতা-কর্মী, সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন