বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর উদ্যোগে আগামী ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে থানা ও সেক্টর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।

মহানগরীর সভাপতি মো. মহিববুল্লাহ-এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্নার সঞ্চালনায এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি জনাব আ ন ম শামসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা হাফেজ মাওলানা মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন মহানগরী সহ-সভাপতি মিজানুল হক , গাজী মাহবুব আলম, সহ -সাধারণ সম্পাদক মাহবুব আলম, কার্যনির্বাহি সদস্য আবুল কালাম পাঠান, মো. মিজানুর রহমান, মো. আব্দুল হান্নান, কামাল উদ্দিন রায়হান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।