আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনা-১ আসন, আমতলী-তালতলী ও বরগুনা সদর আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান জেলা আমীর, অধ্যাপক মাওলানা মুহিববুল্লাহ হারুন আমতলী পৌর শহরে গণসংযোগ করেন।
সম্প্রতি বিকেলে পৌর শহরের পুরান বাজার ঘুরে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় ও আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন- আমতলী উপজেলা আমীর মাওলানা ইলিয়াস হোসাইন, উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট মুহাম্মদ ইসহাক বাচ্চু, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মঈন পহোলান, মোঃ আবুল হাসান মৃধা, আবদুল খালেক, অধ্যাপক মোঃ কবির হোসাইন মো,জসীম উদ্দিন ফকির সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।