জুলাই সনদ স্বাক্ষর ঐতিহাসিক ঘটনা। এর মাধ্যমে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তনের সূচনা হলো। বাংলাদেশ বদলে দেয়া সম্ভব। আমাদের দেশের শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তনের আকাক্সক্ষা দীর্ঘদিনের। গুণগত পরিবর্তনের প্রত্যাশায় এ জাতি দীর্ঘদিন লড়াই চালিয়ে আসছে। এখন আমাদের যে সুযোগ সৃষ্টি হয়েছে তার যথাযথ ব্যবহার করতে হবে। অনেক সীমাবদ্ধতা থাকলেও আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে।

গতকাল রোববার গণশক্তি সভা কর্তৃক জুলাই যোদ্ধাদের আকাক্সক্ষা ও জুলাই সনদ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐকের সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি। আমাদের সজাগ থাকতে হবে যাতে দেশবাসীকে আমরা একটা গুণগত নির্বাচন উপহার দিতে পারি। একটা গুণগত পরিবর্তনের জন্য আমাদেরকে আস্থার জায়গায় লড়াই করতে হবে। অসৎ ও ধান্দাবাজদের ভোটে পরাজিত করতে হবে।

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ও বিশিষ্ট আইনজীবী ড. মো: হেলাল উদ্দিন।

ড. মো: হেলালউদ্দিন বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। এখন জুলাইযোদ্ধাদের ফ্যাসিস্ট এর দোসর বলা হচ্ছে। এটা একটা গুরুতর অপরাধ। অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদের কেউ অসম্মান করলে তা জাতি মেনে নেবে না। এই ধৃষ্টতার জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে। অবিলম্বে গণভোটের আয়োজন করে জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার কার্যকরের মাধ্যমে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার কবর রচনা করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন এর মাধ্যমে আমরা মাফিয়া লুটেরা চাঁদাবাজ দখলবাজদের প্রভাব থেকে দেশকে মুক্ত করতে পারি। যেন তেন প্রকারের একটি নির্বাচন জনগণ মেনে নেবে না।

প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদ এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ড.শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাংবাদিক ও কলাম লেখক সাদেক রহমান, গণধিকার পরিষদ নেতা হাবিবুর রহমান রিজু ড.হুমায়ুন কবির, ড. এ আর খান, এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, এডভোকেট শেখ সাইফুদ্দিন ফিরোজ, বিশিষ্ট লেখক গবেষক এমরান চৌধুরী,নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, লেখক, গবেষক আলাউদ্দিন কামরুল,বিশিষ্ট লেখক গবেষক আয়েশা সিদ্দিকা,জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, ইলা ইয়াসমিন প্রমূখ। প্রেসবিজ্ঞপ্তি।