চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দেশের জনগণ আজ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য উদ্গ্রীব হয়ে আছে। পলাতক স্বৈরাচার আওয়ামীলীগ দেশের মানুষের ভোটের, ভাতের ও বাক স্বাধীনতার অধিকার হরণ করেছিল। দীর্ঘদিন পর ভোটাররা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এবং লেভেল প্লেয়িং ফিল্ড চায়। আমরা আশা করি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্টিত হবে। তিনি আরও বলেন, উদারতা ও সহনশীলতা নিয়ে ভোটারদের মনজয় করতে হবে এবং চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা শফিউল আলমের দাঁড়িপাল্লা মার্কার পক্ষে গণজোয়ার তৈরি করতে হবে।
শনিবার সদরঘাট থানা জামায়াতের এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদরঘাট থানা আমীর মুহাম্মদ আব্দুল গফুরের সভাপতিত্বে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নির্বাচনে করণীয় শীর্ষক আলোচনা পেশ করেন চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা শফিউল আলম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সদরঘাট থানা জামায়াতের সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী, মাওলানা বেলায়েত হোসেন, জামায়াত নেতা আহমদ কবির ও জয়নব আলী প্রমুখ।