নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার সাবেক সহ-সভাপতি জুয়েল হোসেন আরমান (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। আরমান নগরীর ২নং হাজী ইসমাইল রোড এলাকার মৃত বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া মো. জালাল সরদারের ছেলে।
কেএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বলেন, তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা রয়েছে। মামলা নং-০৬, তারিখ ২৭/০৮/২৪ইং। বুধবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগেও ইয়াবা বিক্রির অভিযোগে একবার ৪ সহযোগীসহ গ্রেফতার হয়েছিল আরমান। সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছিল। পরে সে আদালত থেকে জামিন পায়।