তথ্য-প্রমাণ থাকায় সাত দিনের মধ্যেই আছিয়ার ধর্ষকদের প্রকাশ্যে বিচারের দাবি করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। যে হেতু তথ্য প্রমান রয়েছে সেখানে বিলম্বের কোন কারণ থাকতে পারেনা বলে ও তিনি উল্লেখ করেন।
গতকাল শুক্রবার তিনি আছিয়ার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের বাড়িতে তার মাকে সান্ত্বনা দিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, বিগত সরকারের সময় ধর্ষকদের বিচার না করে পুরস্কার দেয়া হয়েছে। ফলে দেশে বিচারহীনতার সংস্কৃতি ছিল।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দেন। তার সাথে আরো ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা মহিলা দলের সভানেত্রী উম্মে কুলসুম উর্মি প্রমুখ।
এদিকে আছিয়ার শোকে স্তব্ধ গ্রামবাসী ও তার পরিবার। তার এমন করুণ মৃত্যুর প্রতিবাদ ও বিচারের দাবি জানাচ্ছেন এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন মঞ্চ ও প্ল্যাটফর্ম। একটাই দাবি তাদের, অতি সত্বর সম্পন্ন করতে হবে বিচারকাজ। যাতে এমন নির্যাতনের শিকার আর কোনো শিশু বা নারী না হয়।
আছিয়ার পরিবারকে সান্ত্বনা ও সহমর্মিতা জানাতে সকাল থেকেই ভিড় জারিয়া গ্রামে তার বাড়িতে। বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকেও করা হয়েছে মানববন্ধন ও মৌন মিছিল।