জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার বলেছেন, ভারত নিজেদের ভাল চাইলে শেখ হাসিনা সহ সকল আশ্রিত খুনিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।
তিনি আজ সোমবার (৪ আগস্ট -২৫) সকাল ১০ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে খুনি শেখ হাসিনাকে ফেরতের দাবীতে ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই গণহত্যা সহ বিগত সতের বছর শেখ হাসিনা দেশের জনগণের সাথে রক্ত খেলায় মেতে ছিলেন। বিনা বিচারে রাজনৈতিক দলগুলোর হাজার হাজার নেতাকর্মীদের জেলে রেখেছেন। অসংখ্য পরিবারের স্বজনদের গুম-খুন করেছেন। আয়নাঘর বানিয়ে তিলে তিলে অসংখ্য মানুষকে লাশ করেছে। আজ দেশের মানুষ শেখ হাসিনা কে ফেরত চায়। খুনি হাসিনার বিচার চায়।
তিনি আরো বলেন, আগামী ৬ আগস্ট বাংলাদেশের মানুষ জাগপার ঘেরাও কর্মসূচীকে ঘীরে ব্যাপক উৎসাহ সমর্থন দিয়েছেন। আমরা আশা করছি ভারত সরকার দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে ফেরত দিবেন নতুবা ভারতের সাথে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক বিদ্বেষপূর্ণ হবে।
এসময় উপস্থিত ছিলেন জাগপার সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, সহসভাপতি মোহাম্মদ আলী ফকির, যুব নেতা মোঃ ডালিম, নিরঞ্জন দাস, ছাত্রনেতা এনামুল হক এনাম প্রমুখ।