বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমাদের নেতৃত্বকে গণমুখী করতে হবে। নির্বাচন কেবল রাজনীতি নয়, এটি একটি দায়িত্ব এবং জনগণের সেবা করা এক প্রকার ইবাদত।”

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ ও বরিশাল অঞ্চলের আসন প্রার্থী, আসন পরিচালক ও আসন সদস্য সচিবদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং-২০২৫ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমাদের নানা ধরনের জুলুম-নির্যাতন, গালাগালি সহ্য করতে হবে। এতে বিরক্ত হওয়া যাবে না। ধৈর্যের সাথে জনগণের কথা শুনতে হবে এবং বিপদে তাদের পাশে থাকতে হবে। দায়িত্ব পালনে কোন গাফিলতি করা যাবে না। উদারতা ও সহনশীলতার সাথে নেতৃত্বের দায়িত্ব পালন করতে হবে।”

নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “তফসিল ঘোষণার আগে নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে। এবারের নির্বাচনে আমরা আশাবাদী, জনগণ চায় আমরা সরকার গঠন করি। ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্য গড়তে কাজ করতে হবে।”

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “অন্যান্য রাজনৈতিক দল রাজনীতিকে শুধু সফলতার চূড়া মনে করে এবং আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। কিন্তু আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।”

বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “তারা মাঝে মাঝে এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে, যাতে মনে হয় কোনো বিশেষ গোষ্ঠীর চাপে পড়ে সিদ্ধান্ত গ্রহণ করছে। যা দেশ ও জনগণের জন্য আশংকাজনক।”

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। তিনি সভাপতির বক্তব্যে বলেন, “আমাদের অনেক বাধা-বিপত্তি ও চ্যালেঞ্জ আছে। এগুলো মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশের জনগণের সার্বিক অধিকার ফিরিয়ে দিয়ে তা রক্ষা করার দায়িত্ব আমাদের পালন করতে হবে।”