চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।
সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘যারা জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, আজ তাদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। যে গুটিকয়েক সদস্য সন্ত্রাসী কার্যক্রম করছেন, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি।’
তিনি আরও বলেন, ‘পুরোনো সংস্কৃতি চর্চা করতে চাইলে আমরা আবারও জুলাইতে ফিরে যাব। আমরা আপনাদের দলের বিরুদ্ধে নই, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, নয়তো আওয়ামী লীগ যে জায়গায় গেছে, আপনাদেরও সেই জায়গায় যেতে হবে।’
নগর বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহবায়ক আরিফ মঈনুদ্দিনের সভাপতিত্বে ও মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নগর কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ, মুখপাত্র ফাতেমা খানম, দক্ষিণ জেলার আহ্বায়ক জোবাইর হোছেন ও সাইফ উদ্দিন মারুফ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে জামালখান ঘুরে চেরাগী পাহাড়, জেএমসেন হল হয়ে নগরীর আন্দরকিল্লা গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে নগরীর সিটি গেইটের এলাকার মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এক শিক্ষককে আসতে মানা করা নিয়ে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এরপর সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা আকবর শাহ থানায় মামলা করতে গেলে সেখানেও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের দুই কর্মী গুরুতর আহত হন। পরে বৈষম্যবিরোধী নেতাকর্মীদের থানার ভেতরে নিয়ে যায় পুলিশ। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা থানার বাইরে অবস্থান করছিলেন।