দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জামায়াতে ইসলামী সমর্থিত নেতাকর্মীদের উদ্যোগে ‘রান ফর বাহলুল’ শীর্ষক একটি ব্যাপক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকাল দাউদকান্দি পৌরসদরের মডেল মসজিদের সামনে থেকে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পৌর আমীর আবুল কাশেম প্রধানীয়া’র সভাপতিত্বে শুরু হওয়া এই পদযাত্রা মডেল মসজিদ এলাকা থেকে বের হয়ে দাউদকান্দি-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে টোলপ্লাজা, বাজার এলাকা ও বিভিন্ন প্রধান সড়ক অতিক্রম করে শেষ পর্যন্ত দাউদকান্দি বিশ্বরোড এলাকায় গিয়ে সমাপ্ত হয়। পুরো রুটজুড়ে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল। পদযাত্রায় যোগ দিয়ে তিনি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, জনগণের সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যও প্রদান করেন।আয়োজকদের দাবি, পুরো দাউদকান্দি উপজেলা থেকে শুধুমাত্র তরুণ-যুবকদের প্রায় ৪-৫ হাজার নেতাকর্মী ও সমর্থক এই ‘রান ফর বাহলুল’ পদযাত্রায় অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে দাউদকান্দির প্রধান সড়কগুলোতে জনস্রোতের মতো পরিবেশ তৈরি হয়। শান্তিপূর্ণভাবে আয়োজন সম্পন্ন হওয়া এই পদযাত্রা দাউদকান্দি উপজেলায় সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বড় রাজনৈতিক শোডাউনগুলোর একটি হিসেবে স্থানীয় মহলে আলোচনায় উঠে এসেছে।
বগুড়া অফিসঃ বগুড়া শহর জামায়াতের আমীর বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বুধবার বিকেলে বগুড়া শহরের নবাববাড়ী সড়কের আলতাফ আলী সুপার মার্কেট, আল আমিন কমপ্লেক্স এলাকায় গণ সংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হালিম বেগ, ৫ নং ওয়ার্ড আমীর জাকারিয়া ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি আব্দুল বাসেদ, আলহাজ্ব আব্দুল হান্নান, মোকছেদ আলী, শহীদুল ইসলাম প্রমুখ।
গণসংযোগকালে আবিদুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলবে। আমরা ব্যবসায়ীদের জন্য সুদমুক্ত ঋন এবং চাঁদাবাজ মুক্ত পরিবেশ নিশ্চিত করবো। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রত্যাখ্যান এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। তিনি ব্যবসায়ী পরিবেশ নিশ্চিত করতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
কোটচাঁদপুর ঝিনাইদহ সংবাদদাত: ঝিনাইদহের কোটচাঁদপুরে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ ও কল্যাণময় রাষ্ট্র গড়ার প্রত্যয়ে শ্রমজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন আল আমীন হাই স্কুল মাঠে উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন, “মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা প্রত্যেক দায়িত্বশীল মানুষের কর্তব্য।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা নায়েবে আমীর মুয়াবিয়া হোসাইন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান এবং উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন-সাবেক পৌর আমীর মাওলানা নাজির আহমেদ, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মশিউর রহমান মাস্টার, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শরিফুর রহমান খান টিটো, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল হোসেন, দোড়া ইউনিয়নের আমীর আব্দুর রাজ্জাক খান, এলাঙ্গী ইউনিয়ন আমীর আব্দুল আউয়াল, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু এবং যুব বিভাগের সভাপতি শিমুলসহ স্থানীয় নেতাকর্মীরা।
মেহেরপুর সংবাদদাতা : মুজিবনগর উপজেলায় জামায়াতের নির্বাচনী বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর ) মুজিবনগর উপজেলায় পরানপুর বাজারে বিশাল নির্বাচনী গণসংযোগে নেতৃত্ব ও বক্তব্য দিয়েছেন মেহেরপুর - মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, উপজেলা সেক্রেটারি মোঃ খাইরুল বাশার,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল সহ মুজিবনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশাল এই গণসংযোগ এর প্রধান অতিথি বলেন আগামী নির্বাচনে কোন দল বা গোষ্ঠী পেশি শক্তি বা অস্ত্রের ঝন, ঝনানি দিয়ে মনে করে নির্বাচনে পক্ষে নেবে তাহলে তাদের স্বপ্নেই রয়ে থাকবে। কারণ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের, দায়িত্ব পালন করবে এবং নির্বাচন, ফ্রী, ফিয়ার ইলেকশন উপহার দেবে এটা বাংলাদেশের জনগণের দাবি এবং সেটা প্রশাসন জনগণকে উপহার দেবে বলে মনে করে জামায়াতে ইসলামী। আমরা চাই সকল জনগণ তার নিজের দায়িত্বে এবং নিজ পছন্দে মার্কা এবং প্রার্থীকে ভোট দেবেন।
নাগরপুর (টাঙ্গাইল) ন্যায়-ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং নাগরপুর-–দেলদুয়ার অঞ্চলের সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা.এ.কে.এম আবদুল হামিদ মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) নাগরপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
দাঁড়িপাল্লা মার্কার এই প্রার্থী বর্তমানে টাঙ্গাইল ধলেশ্বরী হাসপাতালের চেয়ারম্যান, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) টাঙ্গাইল জেলা শাখার প্রেসিডেন্ট এবং টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গণসংযোগে অংশ নিয়ে ডা. আবদুল হামিদ বলেন, জামায়াত সাধারন মানুষের মধ্যে সবসময় আশাবাদী ধারা তৈরি করে। মানুষ ইতিবাচক পরিবর্তন চায়। আমরা দায়িত্ব পেলে দেশের প্রতিটি ক্ষেত্রে সুস্পষ্ট পরিবর্তন আনতে পারব, ইনশাআল্লাহ।
তিনি দোকানপাট, রাস্তা ও জনসমাগমস্থলে ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজখবর নেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম.এ. মান্নান,ক্রীড়া সম্পাদক ব্যারিষ্টার হাসনাত জামিল, নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ ইমরান হোসাইন,মামুদনগর ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ মাসুদ হাসান, ব্যবসায়ী নেতা আব্দুর রশিদ হারুন,নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মো.মিজানুর রহমান,যুবনেতা আব্দুস সবুর সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ গণসংযোগে অংশ নেন।