খুলনা ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দেশের বিরুদ্ধে আর কোন চক্রান্ত মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। তাদের আর কোন চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। তিনি বলেন, সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জন্য নেতাকর্মীদের ঐতিহাসিক এবং ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, চক্রান্তকারীদের আর সুযোগ দেওয়া যাবে না। গতকাল পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসায় মতবিনিময় এবং ইউনিয়নবাসীর সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

দেলুটি ইউনিয়নে অবস্থিত তেলীখালি জামে মসজিদ, সৈয়দখালী জামে মসজিদ, হাটবাড়ি মিলনী মাধ্যমিক বিদ্যালয়, কালিনগর কলেজ, কালিনগর বালিকা বিদ্যালয়, দারুন মল্লিক মাধ্যমিক বিদ্যালয়, দেলুটি মুহিউস সুন্নাহ মাদরাসা ও জামে মসজিদ, জিরবুনিয়া উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদ, ৪নং দেলুটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান এবং মেম্বারসহ উপস্থিত সকলের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি এডভোকেট রুহুল আমিন, ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার অফিস ও বাইতুলমাল সম্পাদক মো. সাদিক হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রায়হান হোসেন, পাইকগাছা থানা উত্তরের সভাপতি খালিদ মাহমুদ রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলুটি ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি আব্দুস সেলিম এবং আব্দুর রশিদ, ৪ নং দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, প্যানেল চেয়ারম্যান সুকুমার কবিরাজ, কালিনগর কলেজের প্রিন্সিপাল পরিতোষ বাবু, সহকারী শিক্ষক মাওলানা নূর ইসলাম কাজী, মনসুরুল আলম, হাবিবুর রহমানসহ সকল প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক মন্ডলী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, দেলুটি ইউনিয়ন সারা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নমুনা। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের সর্বোচ্চ শিখরে আরোহন করে দেলুটি ইউনিয়নকে বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”