আগামী ৫ এপ্রিল ঠাকুরগাঁও জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রেবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তপশীল ঘোষণা হওয়ায় সমিতির সদস্যদের মাঝে উচ্ছাস দেখা দিয়েছে। নির্বাচনে অংশ গ্রহণের প্রস্ততি নিতে শুরু করেছেন পদ প্রার্থীরা।
২০২৫-২০২৮ ইং তিন বছর মেয়াদে অনুষ্ঠিতব্য নির্বাচন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন তফশীল ঘোষণা করেছেন। মঙ্গলবার তিনি জানান, সমিতির সকল সদস্যদের সম্মতিক্রমে আগামী ৫ এপ্রিল-২৫ তারিখে নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২০/০৩/২৫ চূড়ান্ত ভোটার তালিকা প্রকশ করা হবে। ২২/০৩/২৫ হতে ২৪/০৩/২৫ (দুপুর ১টা) পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। ২৪/০৩/২৫ তারিখে মনোনয়ন পত্র বাছাই (দুপুর ২টা)। ২৫/০৩/২৫ ইং তারিখে প্রার্থী তালিকা প্রকাশ। ২৭/০৩/২৫ তারিখে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার এবং দুুপুর ২ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ০৫/০৪/২৫ শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।