তিনি সরাইল উপজেলাকে একটি উন্নত, সুশৃঙ্খল ও আধুনিক মডেল উপজেলায় রূপান্তরিত করারও অঙ্গীকার করেন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলাকে উন্নত, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির জননেতা মাওলানা মুহা. মোবারক হোসাইন।

বৃহস্পতিবার(১৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার উদ্যোগে উপজেলার কালিকচ্চ বাজারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

মাওলানা মোবারক হোসাইন বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর সরাইল উপজেলা। এই এলাকা হতে অনেক এমপি, মন্ত্রী ছিলেন কিন্তু এলাকার উন্নয়ন করতে পারেনি। কারন তারা সবাই দুর্নীতি ও অসৎ ছিলেন। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে জনগণের সরকারি বরাদ্দ আমানত হিসেবে শতভাগ সততা ও আমানতদারিত্বের সাথে কাজে লাগাব। ইনশাআল্লাহ, সরাইল উপজেলাকে একটি উন্নত, সুশৃঙ্খল ও আধুনিক মডেল উপজেলায় রূপান্তরিত করব।

তিনি আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও যুব উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নিয়ে আমরা সরাইলকে একটি আদর্শ উপজেলায় পরিণত করব। এজন্য সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করছি।"

কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিস সম্পাদক মো. মুনিরুজ্জামান, জেলা প্রচার সম্পাদক মো. রোকন উদ্দিন, সরাইল উপজেলার সাবেক আমীর মাও কুতুবউদ্দিন প্রমুখ ।

স্থানীয় নেতারা তাদের বক্তব্যে সরাইল উপজেলার উন্নয়নে জামায়াতে ইসলামীর পরিকল্পনা ও মাওলানা মোবারক হোসাইনের নেতৃত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, মোবারক হোসাইনের নেতৃত্বে এই অঞ্চলে প্রকৃত পরিবর্তন আসবে। আমরা আগামী সংসদ নির্বাচনে ন্যায় ও ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে উপজেলার উন্নয়নে অংশীদার হওয়ার আহবান জানায়।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার আমির মো. এনাম খান, আশুগঞ্জ উপজেলা আমীর মোঃ শাহজাহান ভূইয়া, উপজেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান জাবেদ, উপজেলা সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম তারেকসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মীসভা চলাকালে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ মাওলানা মোবারক হোসাইনের প্রতি আন্তরিক সমর্থন ও শুভকামনা জানান। পুরো বাজার এলাকায় নির্বাচনী উচ্ছ্বাস ও আশাবাদের পরিবেশ লক্ষ্য করা যায়।