জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন হবে হিন্দুস্তানের বিরুদ্ধে বড় জিহাদ। অত্যন্ত সুন্দর, সুচারু ও ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের এই নির্বাচনে বিজয়ী হতে হবে।
তিনি শুক্রবার বিকেলে বড়হাতিয়ায় একটি মাদরাসা মিলনায়তনে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, লোহাগাড়া জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসেন।
উপস্থিত ছিলেন, লোহাগাড়া শ্রমিক কল্যাণের সভাপতি মাস্টার আব্দুস সালাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউছুপ, মোঃ রফিক দিদার, মুনির আহমদ ও সেক্রেটারি মাওলানা মাওলানা আব্দুর রহিম। সমাবেশে শাহজাহান চৌধুরী আরো বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী আদি কাল থেকেই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করা যাচ্ছে।
২০২৪ সালের ৩৬ জুলাই আমাদের দেশের ছাত্র জনতা নিজেদের তাজা রক্ত বিলিয়ে আমাদের প্রিয় জন্মভূমিকে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত করেছে। তিনি বলেন, বাংলাদেশ আমার আপনার সবার। এই দেশ আমাদেরকেই এগিয়ে নিতে হবে।