বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ'র সঞ্চালনায় দেশের ২০টির অধিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইফসুর (IIFSO) সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান একক কোন ব্যক্তি বা দলের ছিল না বরং সকলেই এতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, উপস্থিত সকল ছাত্রনেতৃবৃন্দকে সমস্যাকে বড় করে না দেখে শহীদদের রেখে যাওয়া অবারিত সম্ভাবনার বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গঠনের আহবান জানান।

অবিলম্বে জুলাই হত্যাকান্ডের বিচার ও শহীদ পরিবার, আহত এবং পঙ্গুত্ব পরিবারগুলোকে সরকারি পৃষ্ঠপোষকতা প্রদান করা, ছাত্ররাজনীতির পরিশুদ্ধতার জন্য ছাত্রসংসদ নির্বাচনের প্রতি গুরুত্বারোপ করেন। March For Gaza কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি বলেন যুবশক্তিকে কাজে লাগিয়ে মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান করতে পারে।

সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীতে সবধরনের ভেদাভেদ ভুলে সকল ছাত্রসংগঠন একসাথে কাজ করবে।

ইফসুর(IIFSO) সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, বিপ্লব ব্যহত হয় এমন কোন কাজ না করে এবং দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে সবাইকে ভূমিকা পালন করতে হবে।

ফিলিস্তিন ইস্যু আবেগ দিয়ে নয় বরং মুসলিম রাষ্ট্রগুলোর কার্যকর পদক্ষেপের মাধ্যমে সমাধান করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রনেতৃবৃন্দ ছাত্রসংগঠনগুলোর জন্য নিম্নোক্ত পরামর্শ প্রদান করেন:

- ছাত্রসংগঠনগুলোর মধ্যে যেকোন মূল্যে ঐক্য ধরে রাখা

- ফিলিস্তিনের গণহত্যার তীব্র নিন্দা জানানো হয় যা মুসলিম বিশ্বের ঈদকে ম্লান করে দিয়েছে

- ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক বিবৃতি প্রদানের আহবান জানানো হয়

- ছাত্রশিবির ক্রেডিট ভাগাভাগি না করে সবাইকে ক্রেডিট দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়

- এবারের ঈদ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ব পরিবারের জন্য ছিল না বলে অবিলম্বে জুলাই হত্যাকান্ডের বিচার দাবি করা হয়

- জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ববরণকারী পরিবারকে সরকার পৃষ্ঠপোষকতা দিতে না পারলে প্রয়োজনে ছাত্রসংগঠনগুলো স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তা করার আহবান জানানো হয়

- সার্বজনীন ছাত্রঐক্যের জন্য একটি প্লাটফর্ম গঠনের আহবান জানানো হয়

- March For Gaza কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করে বহির্বিশ্বের সামনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করার প্রত্যয়ব্যক্ত করা হয়

- ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্ব বিশেষ করে আরব বিশ্বের নীরবতায় বিস্ময় প্রকাশ করা হয় এবং কার্যকর ভূমিকা পালনের আহবান জানানো হয়

- ছাত্ররাজনীতিকে নিষ্কলুষ করতে অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচনের আহবান জানানো হয়

- অবিলম্বে ফ্যাসিবাদের ক্রীড়নক আওয়ামীলীগকে নিষিদ্ধ করার আহবান জানানো হয়

- শাপলা চত্বর হত্যাকান্ডের অবিলম্বে বিচার দাবি করা হয়।

সমাপনী বক্তব্যে ছাত্রশিবির সভাপতি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।