বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শাহবাগে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত। যমুনায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত। কিন্তু সে শাহবাগে যদি জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসে, বিএনপিকে কেউ কেউ ভুয়া ভুয়া বলে শ্লোগান দিতে চায়, কেউ যদি বলে গোলাম আজমের বাংলায়, এ কথাগুলো আমাদের মনের ভিতর দাগ কাটে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি। তাহলে কেন, কি কারণে শাহবাগে কিছু স্বল্প সংখ্যক, কারও কারও উপস্থিতিতে এ ধরনের শ্লোগান হয়। এটা স্বাধীন দেশ, শাহবাগ-যমুনার সামনে বসে যা তা বলা যাবে না।

সোমবার (১২মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষ এখন আর বার বার মিছিল করবে মিটিং করবে এটা পছন্দ করে না। মানুষ আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। মানুষ এখন দেশ গড়তে চায়। মানুষ এখন দেশের কথা চিন্তা করে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, দেশটাকে গড়ি।

এ্যানি আরো বলেন, বিএনপির মধ্যে কোন ফ্যাসিবাদ ছিল না, বিএনপির মধ্যে কোনো একদলীয় শাসন ব্যবস্থা ছিল না, এক ব্যক্তির শাসন ছিল না, স্বৈরাচারী শাসন ছিল না। বিএনপি সেই দল সবাইকে নিয়ে দেশ চালিয়েছে। আগামীতেও বিএনপি সবাইকে নিয়ে চিন্তা করছে। তার প্রমান ৩১দফা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. হাসিবুর রহমান, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, এড. হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ এমরান, জেলা কৃষকদলের সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, সদর উপজেলা যুবদলের সিনিয় যুগ্ন-আহবায়ক আদনান সোহেল, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন বাবু, প্রমুখ।