আপনজন হারানোর শোকে কাতর হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গতকাল তাঁর শ্রদ্ধেয়া শাশুড়ি মুহতারামা আয়শা আহমাদ ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। ফলে একে একে তিনি মা-বাবা এবং শশুর-শাশুড়ি হারা হলেন। এই চার পরম আপনজনের রূহের মাগফিরাত কামনা করে আজ সোমবার (৭ জুলাই) তিনি ফেসবুকে তাঁর ভেরিফাইড পেইজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। পেইজে তিনি লিখেছেন-

‘ইয়া রাব্বি লাকাল হামদ’

আপনার একান্ত মেহেরবাণী— এ জীবনে মা-বাবা এবং শশুর-শাশুড়ির মতো নেয়ামত দান করেছিলেন। এই নেয়ামত আমরা চেয়ে পাইনি। একান্ত আপনার মেহেরবাণীর দান। মউত এবং হায়াতের ব্যাপারে ফায়সালা একমাত্র আপনারটাই চূড়ান্ত। এ জীবন থেকে কি নিয়ে আপনার কাছে হাজির হবো।

হে আল্লাহ! বাকি জীবনটা আপনার মকবুল গোলামী করার তাওফিক দিন।

যে ৪ জনকে আপনার কাছে ডেকে নিলেন, তাঁদের প্রতি রহম করুন, ক্ষমা করুন, দয়া করুন। প্রত্যেকটি কবরকে মেহেরবাণী করে জান্নাতের টুকরায় পরিণত করুন।

তাঁদের রেখে যাওয়া ঈমান এবং নেক আমলের ছবক তথা আপনার প্রিয় কুরআন এবং আপনার প্রিয় নবীর (ﷺ) পথ ধরে আমাদেরকে আপনার নিকট পৌঁছার তাওফিক দান করুন।

হে আল্লাহ, দুনিয়াবাসীর প্রতি আপনি রহম করুন। প্রিয় দেশবাসীর প্রতিও আপনি রহম করুন। আমীন।