আহসানুল হক জুয়েল, কিশোরগঞ্জ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৩টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (১৩ জুলাই) কেন্দ্র থেকে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা শাখা নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের চূড়ান্ত হওয়া তিনটি আসন গুলো হলো কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১, করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৩ এবং ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসন।
এর মধ্যে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মনোনয়ন পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. বিল্লাল আহমেদ মজুমদার।
বিষয়টি নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার জানান, জেলার ৬টি আসনের জন্য প্রার্থী মনোনয়ন দিয়ে কেন্দ্রে তালিকা পাঠানো হয়েছিলো। এর মধ্যে তিনটি আসনের প্রার্থী ঘোষণা আমাদেরকে কেন্দ্র থেকে চিঠি দেওয়া হয়েছে। বাকি তিনটি আসনের ব্যাপারে কেন্দ্র পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে। জামায়াতেই সলামীর প্রার্থীরা নিজ নিজ সংসদীয় আসনগুলোতে ব্যাপক গণ সংযোগ শুরু করেছে।
আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন পর্যন্ত জেলার কোনো আসনে নির্দিষ্টভাবে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে পারিনি। তবে একটি সূত্র দাবি করেছে খুব দ্রুতই কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।