ভুল হলে যদি অথবা কিংবা ছাড়াই সংশোধন করবো ---হাসনাত আবদুল্লাহ

ইবরাহীম খলিল : জুলাই- আগস্ট আন্দোলন এবং শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার। তারুণ্য নির্ভর এই দলকে অনেকে রাজনীতিবিদ। তারা নতুন এই দলকে স্বাগত জানিয়েছেন। রাজনীতির বাইরের লোকজনও তারুণ্যের দল নিয়ে নতুন এই দলের শুভকামনা জানিয়েছেন। খোঁচাও মেরেছেন কেউ কেউ।

আসিফ নজরুল : অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল নাহিদ আখতারের নতুন দলের শুভ কামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, নতুন সংগঠন করার কয়েক মাসের মাথায় তারা এক অসম্ভবকে সম্ভব করল। প্রবল প্রতাপশালী আর নির্মম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটাল। আখতারের সংগঠনের নাহিদ হয়ে উঠল এই গণ–অভ্যুত্থানের প্রধান নেতা। উত্তাল জুলাই-এ আমার এবং আমার মতো লক্ষ মানুষের নেতা!

‘তারপর নাহিদের সাথে কাজ করলাম নতুন সরকারে। কতবার যে সে আমাকে বিস্মিত করল তার যোগ্যতা, বাকসংযম, ব্যক্তিত্ব আর অকল্পনীয় ম্যাচিউরিটি দিয়ে! নাহিদ থাকে আমার পাশের বাসায়। সে সরকার থেকে পদত্যাগ করার দিন গভীর রাতে তার সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। মায়া বড় বিচিত্র বিষয়! ‘আজ নাহিদ আর আখতার শুরু করছে নতুন যাত্রা। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র-তারুণ্যের প্রত্যাশা পূরণে শুরু হলো তাদের নতুন দলের অভিযাত্রা। জাতীয় নাগরিক পার্টির সবার জন্য অনেক দোয়া, শুভকামনা।

মতিউর রহমান আকন্দ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ নতুন দলের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে যে কেউ রাজনৈতিক দল গঠনের অধিকার রাখে। জাতীয় নাগরিক পার্টি নাগরিক অধিকার থেকে রাজনৈতিক দল গঠন করেছে। আমরা চাই গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে যাক। আমরা তাদের নতুন পথ চলার শুভকামনা করি।

সালাহ উদ্দিন আহমেদ : নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন বলেন, আমি পত্রিকায় দেখলাম, জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। এটা তাদের অন্যতম লক্ষ্য বলেছে। আমি সমালোচনা করতে চাই না। প্রত্যেক রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকবে, আদর্শ থাকবে, গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে এরকম ঘোষণা থাকে। কেউ সমাজতন্ত্র চায়, কেউ অন্য কিছু চায়, কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এরকম অনেক কিছু থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে। আমি নতুন বন্ধুদের বলতে চাই, সেকেন্ড রিপাবলিক কেন। আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয় ? রিপাবলিকের রিটারেল মানে কি ? রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের একটা নমিন্যাল অথবা ইলেক্টেড হেড অব দি স্টেট থাকবে। সেটা কি আমাদের নেই ?

নায়ক ইলিয়াস কাঞ্চন : বৈষম্যহীন শোষণমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি) স্বাগত জানিয়েছেন নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জেনে আমি তাদের অভিনন্দন ও স্বাগত জানাই। ইলিয়াস কাঞ্চন বলেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল। আমি বিশ্বাস করি বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অপরিসীম। আমি সবার মঙ্গল কামনা করছি এবং সেইসঙ্গে আশা করছি নতুন দলের কাছে, তারা মানুষের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটাবে। তারা গতানুগতিক রাজনীতির বাইরে জনগণের কল্যাণে কাজ করবে।

ইলিয়াস কাঞ্চন নতুন দলের প্রতি আরও আহ্বান জানান, মানুষ সমালোচনা করবে সেই সমালোচনাগুলোকে সুন্দরভাবে গ্রহণ করবে এবং তার মধ্যে থেকে যদি দলের জন্য উপকারী কিছু থাকে সেটি অবশ্যই গ্রহণ করবে এবং এভাবেই আমি মনে করি যে আপনাদের নতুন দলের নতুন চিন্তা ভাবনা, নতুন কিছু আপনারা উপস্থাপন করবেন যা এ দেশের মানুষের জন্য, এই বিপ্লবের জন্য এবং এই বিপ্লবে, যারা আহত এবং নিহত হয়েছে তাদের কথা স্মরণ করে আপনারা আপনাদের দলকে পরিচালিত করবেন।

রুহুল কবীর রিজভী : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভাল ভাল কথা বললেও রাষ্ট্র সম্পর্কে কোন পলিটিক্যাল ফিলোসফি (রাজনৈতিক দর্শন) পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের (আইডিইবি) মুক্তিযোদ্ধা মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনেরর (এনআরএফ) আয়োজনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বুদ্ধিজীবীদের সমালোচনা করে রুহুল কবীর রিজভী বলেন, আজকে দুয়েকজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতায় থেকেই তো বিএনপির জন্ম হয়েছে। উনারা ভুলে গেছেন, উনারা রাজনীতিতে একটা নতুন ন্যারেটিভ তৈরি করছেন। এরশাদ, জিয়াউর রহমান নিয়ে আসতে চাচ্ছে কিন্তু এইটা যে ঠিক নয়, জিয়া যে অন্য মাত্রার, অন্য কিছু, জিয়া যে একটি নতুন দর্শন দিয়েছেন, আজকে অনেকে দল করছেন, আমি গতকাল নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, তারা অনেক ভাল ভাল কথা বলেছেন রাষ্ট্র সম্পর্কে। কিন্তু পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের বিশ্বাস দলটি পাহাড় সমান শক্তি দিয়ে আগামী দিনে রাজনীতি করবে। শুক্রবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই-আগস্টে গণঅভ্যুথানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ থেকে উঠে এসেছে। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের জন্য শুভকামনা ও ধন্যবাদ জানিয়েছেন। এ্যানি বলেন, “বিশেষ করে বিগত ১৫-১৬ বছরের আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদী যে শাসক ছিল তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। সর্বশেষ জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার একসঙ্গে ফ্যাসিবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি।

শাহাদৎ হোসেন সেলিম : দলটির নতুন বাংলাদেশ গড়ার শপথ প্রসঙ্গে এলডিপির শাহাদৎ হোসেন সেলিম বলেন, ‘এখানে নতুন কিছু বলেনি। এই কথাগুলোই আমরা বারবার শুনছি। সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দার অবসান, রাষ্টীয় প্রতিষ্ঠানগুলোকে কর্তৃত্বমুক্ত করা, নতুন বাংলাদেশ করা। এগুলো আমরা বহুদিন ধরে শুনে আসছি।’ তিনি বলেন, ‘তাদের দলের মধ্যেই কোনো সাংগঠনিক শৃঙ্খলা নেই। নতুন ছাত্র সংগঠন করেছে সেখানে তারা মারামারি করেছে। কমিটিতে বঞ্চিতরা অবরোধ করছে। তাদের মধ্যে তারুণ্য আছে কিন্তু অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা থাকলে আজকের ঘোষণা অনুষ্ঠানও সুন্দর, সাবলীল হতো। তারা আজকে মঞ্চের মধ্যে আবু সাঈদের শুধু মাত্র একটি প্রতীকী ছবি দিয়েছে। আরও যারা শহীদ হয়েছেন তাদের কোনো ছবি নেই। আজকে মানিক মিয়া এভিনিউয়ে শহীদদের ছবি থাকা দরকার ছিল। সুতরাং খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নেই।’ শাহাদৎ হোসেন সেলিম আরও বলেন, ‘অনেক রাজনৈতিক দলের উত্থান-পতন দেখেছি। আজকেও একটি রাজনৈতিক দলের উত্থান দেখলাম। এর উত্থান হয় নাকি পতন হয় তা সময়ই বলে দেবে।

নূরুল হক নূর : গুটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ ও মন্ত্রণালয়ের নানা কাজে অযাচিত হস্তক্ষেপ’ করছে বলে অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি উপদেষ্টা পরিষদে থেকে দল গঠনে কাজ না করে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি।

নুরুল হক নুর আরও অভিযোগ করেন, ‘নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় এসেছে ছাত্র-জনতা, যা কাম্য না।’ পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পরিবারকে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেন তিনি। নুর জানান, ছাত্রনেতারা সরকারে থাকায় সরকারের নানা কাজে বিলম্ব হচ্ছে। এ জন্য ৬ মাসে সরকারের কোনও উন্নতি নেই বলে দাবি তার।

এ সময় উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন, গণহত্যার বিচার করে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি।

কমিটির এক সদস্য নিয়ে বিতর্ক : নতুন রাজনৈতিক দলের কমিটিতে জায়গা পেয়েছেন মুনতাসির মামুন নামে একজন। তার বিরুদ্ধে এলজিবিটিকিউ সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি পশ্চিমা এলজিবিটিকিউ সম্প্রদায় যেমন গে, লেসবিয়ান, বা সমকামী এজেন্ডা বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ করবেন; এমন সন্দেহ পোষণ করছেন অনেকেই। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়।

হাসনাত-সারজিসের বক্তব্য : এই অবস্থায় নিজেদের ভুল স্বীকার করে নতুন রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার করেছেন দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। বিতর্কিত এই বিষয় নিয়ে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না। যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, 'অথবা' ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো।

সারজিস আলম একই প্রসঙ্গে লিখেছেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়- আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।

যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং কোনো প্রকার ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো। এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিলো, আছে, থাকবে ইনশাআল্লাহ। অন্যদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত মাহিন সরকার ফেসবুক পোস্টে লিখেছেন, মুনতাসির ভাই আমাদের সেফ হোমের ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু উনার এমন কর্মকাণ্ড সম্পর্কে অবগত নই। আল্লাহর কসম! বঙ্গদেশে আমরা সমকামিতাকে চাই না।