বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান ও বিচার শেষ করে দ্রুত সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আগে যারা নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলেছে, তারাই এখন বয়কট বয়কট করছে। মূলত তারা শিক্ষার্থীদের রায়ের প্রতি অসম্মান দেখাচ্ছে।

গতকাল শুক্রবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত উপজেলা দায়িত্বশীল (পুরুষ ও মহিলা) সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট ব্যতীত রাজনৈতিক সকল দলের নেতাকর্মীদের সাথে আমরা সম্মানের সাথে মিলেমিশে থাকবো। হিংসা নয় ভালোবাসা দিয়ে মানুষের অন্তরে জায়গা করে নিবো। দলমত নির্বিশেষে আমরা সকল ভোটারের কাছে যাবো। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে তার আলোকে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, একটা পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেয়ার জন্য জনগণ প্রস্তুত। জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীকে জনগণের কাছে যেতে হবে, প্রতিনিয়ত নির্বাচনী কাজে সময় ব্যয় করতে হবে। মানবিক বাংলাদেশ ও জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে সৎ মানুষকে দায়িত্বে নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়নি, কিন্তু এই দলের নেতাকর্মীদের দেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দায়িত্ব পালন করতে হয়েছে এবং দলের অনেক নেতাকর্মী মন্ত্রী-এমপি থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কিন্তু তারা কখনো দুর্নীতি করেননি এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

গোবিন্দগঞ্জ উপজেলা আমীর মোঃ আবুল হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুর রহিম সরকার, জেলা আমীর মোঃ আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, আশরাফুল ইসলাম রাজু, জেলা শিবিরের সেক্রেটারি ইউসুফ আল কারযাবী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে জামায়াত বদ্ধপরিকর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্ষা বাস্তবায়নে জামায়াত বদ্ধপরিকর। আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে জামায়াতে ইসলামী বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। রংপুর-৬ আসনে মাওলানা নূরুল আমিন বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। এজন্য সকল ভোটারের কাছে যেতে হবে। ভালোবাসা দিয়ে ভোটারদের মন জয় করতে হবে।

তিনি আমীরে জামায়াতের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দিব না। নিজেরা চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতেও দেব না। যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তারা এক সময় রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে ইনশাআল্লাহ।

গতকাল শুক্রবার সকাল ৯টায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা জামায়াত অফিসে আয়োজিত উপজেলা রুকন (পুরুষ, মহিলা) ও ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর জেলা শূরা সদস্য ও উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর-৬ আসনে জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নূরুল আমীন, উপজেলা নায়েবে আমীর জনাব খাইরুল আজম বিএসসি, রংপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের স্কুল ও কলেজ সম্পাদক অনিক ইকবাল প্রমুখ।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, গত ১৮ বছরে আওয়ামী লীগের নির্যাতনে ১১ জন শীর্ষ নেতাসহ প্রায় ৫ শত নেতাকর্মীকে অন্যায়ভাবে হত্যা এবং ৮০ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে। এর মধ্যে ত্রিশ জনকে ক্রস ফায়ারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এছাড়া ৫,০০০ নেতাকর্মী আওয়ামী হায়েনাদের নির্যাতনে পঙ্গু হয়েছেন। এত জুলুম-নির্যাতন সহ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনগণের আস্থাভাজন দলে পরিণত হয়েছে।

মাওলানা আবদুল হালিম বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে শত শত ছাত্রজনতা, কৃষক-শ্রমিক জীবন দিয়েছে ন্যায় প্রতিষ্ঠার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য। তাদের প্রতিশ্রুতি রক্ষার জন্য জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করতে হবে, জনগণের কাছে যেতে হবে এবং ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে। ইসলামের দাওয়াত ও দাঁড়িপাল্লার পরিচিতি পৌঁছে দিতে হবে প্রতিটি মানুষের নিকট। যদি আমরা জামায়াতে ইসলামীর ইতিবাচক কার্যক্রম মানুষের নিকট তুলে ধরতে পারি, তাহলে আগামীর নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয় হবে ইনশাআল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।