বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান। শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত এই সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা ও আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক কর্মকৌশল জোরদারের বিষয়ে আলোচনা হয়।

মিয়া গোলাম পরওয়ার ড. হাফিজুর রহমানের নিরলস প্রচেষ্টা ও জনগণের সেবার জন্য উৎসর্গীকৃত ত্যাগকে প্রশংসা করে বলেন, গাজীপুরের মানুষ বিবেকবান, তারা ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হবে—ইনশাআল্লাহ এবার দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। তিনি আরও বলেন, জনসেবা আমাদের রাজনীতির মূলমন্ত্র, মানুষের আস্থা অর্জন করাই বিজয়ের ভিত্তি।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও গাজীপুর-৬ আসনের নির্বাচন পরিচালক আজহারুল ইসলাম মোল্লা। সাক্ষাতের পরে ড. হাফিজুর রহমান টঙ্গীর ৫১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগে অংশগ্রহণ করেন।

এর আগে গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা ৫০ নং ওয়ার্ডে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ৬টা ৩০ মিনিটে ওয়ার্ড আমীর আব্দুল হালিম শামীমের সভাপতিত্বে শুরু হওয়া কর্মশালার উদ্বোধন করেন টঙ্গী পূর্ব থানার আমীর জননেতা মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাফিজুর রহমান।

তিনি কর্মশালায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার দিকনির্দেশনা প্রদান করেন।

ড. হাফিজুর রহমান বলেন, নির্বাচন ক্ষমতার লড়াই নয়, জনগণের আস্থা ও সেবার প্রতিফলন। আমরা ন্যায়, সততা ও জনকল্যাণের রাজনীতি গড়ে তুলব। প্রত্যেক নেতাকর্মীকে মাঠে গিয়ে সৎভাবে জনগণের পাশে থাকতে হবে। ইনশাআল্লাহ, এই ঐক্য ও ত্যাগের মধ্য দিয়ে বিজয় নিশ্চিত হবে।

গণসংযোগ ও কর্মশালায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা বলেন, ড. হাফিজুর রহমানের মতো শিক্ষিত ও সৎ নেতার নেতৃত্বে এবার দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত।