জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করা হলে ছাত্র-জনতা ফের রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের সময় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি বলেন, “যারা মনে করছেন আন্দোলনের শক্তি ঘরে ফিরে গেছে, তারা ভ্রান্ত। আবু সাঈদের কবর থেকে আমরা বলছি—বাংলার পথে-প্রান্তরে আবার জাগরণ শুরু হবে।”
নাহিদ জানান, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৩ আগস্ট ঢাকায় পদযাত্রার মাধ্যমে ছাত্র-জনতা আবার রাজপথে নামবে। তিনি বলেন, “আমরা সেই আন্দোলনের ডাক দিচ্ছি—যে আন্দোলনে ঘরে ঘরে আবার নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা ছড়িয়ে দেবে।”
তিনি বলেন, “এই পদযাত্রা শুরু হয়েছে আবু সাঈদের পবিত্র কবর থেকে। তার বুলেটবিদ্ধ বুকই ছিল জুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণা। তার মতো শহীদদের স্মরণ করেই আমরা রাষ্ট্র গঠনের নতুন অধ্যায় শুরু করব।”
আন্দোলনের পটভূমি তুলে ধরে নাহিদের বক্তব্য। ১ জুলাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের সূচনার দিন, যেখানে হাজারো তরুণ-ছাত্র-জনতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেয়। ১৬ জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন গণবিস্ফোরণে রূপ নেয়। সরকার পতনের পরও ‘নতুন রাষ্ট্রব্যবস্থা’ গঠনে পদক্ষেপ না নেওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।
নাহিদ বলেন, “আমরা স্বৈরাচারী সরকারকে সরিয়েছি, কিন্তু এখন আমাদের দায়িত্ব একটি নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। সেই লক্ষ্যে দেশজুড়ে জনগণের সঙ্গে কথা বলাই হবে এই পদযাত্রার উদ্দেশ্য।”
তিনি দাবি পুনর্ব্যক্ত করেন—“বিচার, সংস্কার এবং নতুন সংবিধানই হবে নতুন বাংলাদেশের ভিত্তি। এটি শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা নয়, আগামী প্রজন্মের জন্য একটি নতুন ভবিষ্যতের রূপরেখা।”