রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার আগে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স হাসপাতাল থেকে গুলশানের দিকে রওনা হয়। মরদেহবাহী গাড়ির চারপাশে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

এদিকে, বুধবারের সকালটা শুরু হয়েছে নিস্তব্ধতায়। নেতাকর্মীদের আহাজারি। হাহাকার, কান্না ও শূন্যতা। শূন্যতা যেন অনেকটা আকাশ ছুঁইছুঁই।

দেশের রাজনীতিতে সেই শূন্যতায় আজ রাষ্ট্রীয় শোক। এভারকেয়ারের সামনেও ভোরে সেই আপনজন হারানোর শূন্যতাই যেন ভর করেছিল। সকালের আলো ফুটতেই বেড়েছে নেতাকর্মীদের ভিড়। বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারিও।