বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের প্রতিনিধি বেছে নেয়ার সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একই চিত্র দেখা যাবে, ইনশাআল্লাহ্। এবার সামগ্রিক পরিবর্তনের জন্য দেশবাসী এখন সজাগ দৃষ্টি রাখছে।

অ্যাডভোকেট হেলাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০-৪০ বছর ধরে ইসলামী ছাত্রশিবিরকে মিথ্যা ট্যাগিংয়ের মাধ্যমে প্রকাশ্যে কাজ করতে দেওয়া হয়নি। আবরার ফাহাদকে শিবির সন্দেহে হত্যা করা হয়েছে, অসংখ্য শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু জুলাই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা শিবিরকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে এবং তারই প্রতিফলন ঘটেছে ঢাবি নির্বাচনে শিবির প্যানেলের বিজয়ের মাধ্যমে। এই পরিবর্তন শুধুমাত্র আল্লাহর কৃপায় সম্ভব হয়েছে। তাই এ ধারাকে অব্যাহত রাখতে জনগণকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করতে হবে। বরিশাল নগরীর ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত নারী-পুরুষ ভোটকেন্দ্রে কমিটির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতকে কোনো প্রকাশ্য সমাবেশের সুযোগ দেওয়া হয়নি। অবৈধ বিচারের নামে জাতীয় নেতাদের হত্যা, জুলাই আন্দোলনে হাজারো মানুষকে গুলি করে হত্যা ও পঙ্গু করা, লাখো মানুষকে জেল-জুলুমে ফেলা হয়েছে। আয়না ঘরে নির্যাতনের ভয়াবহ চিত্রও তুলে ধরেন তিনি। তিনি দাবি করেন, সেই আন্দোলনে ছাত্ররা সামনে থেকে দুঃসাহসিক ভূমিকা পালন করেছে এবং জামায়াতে ইসলামী পিছন থেকে নেতৃত্ব দিয়েছে। এ আন্দোলনের অর্জনকে টেকসই করতে জুলাই সনদ বাস্তবায়নে সব দলের ভূমিকা রাখা জরুরি। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে মিথ্যা মামলায় কারাদণ্ড দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ নির্বাচন এমন হতে হবে যাতে স্বৈরাচারমুক্ত ও কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়। কল্যাণমূলক কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি জানান, জামায়াতে ইসলামী কেবল রাজনীতি নয়, বরং জনগণের কল্যাণে সামাজিক কর্মকাণ্ডও চালিয়ে যাচ্ছে। নারীদের জন্য সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা এবং পুরুষদের জন্য রিকশা, গরু-ছাগল বিতরণসহ নানা উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামের আদর্শভিত্তিক রাজনৈতিক দল। ইসলাম কখনো সাম্প্রদায়িক নয়; বরং সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যাণে কাজ করে। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে প্রকৃত পরিবর্তন ও জাতীয় কল্যাণ সাধনের সুযোগ দিন।

কাউনিয়া থানা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন মানবসম্পদ বিভাগের সেক্রেটারি অধ্যাপক গোলাম মো. মোশারফ হোসাইন, ৩নং ওয়ার্ড জামায়াত সভাপতি মো. মাইনুদ্দিন, সমাজসেবক মিজানুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাউনিয়া থানা সেক্রেটারি রাসেল আলম লস্কর প্রমুখ নেতৃবৃন্দ।