আল হেলাল, নালিতাবাড়ি, শেরপুর : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বেশ সরগরম হয়ে উঠেছে ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের নির্বাচনি মাঠ। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত বর্তী নকলা উপজেলা।

শেরপুর সদর, শ্রীবরদী, ঝিনাইগাতী, নকলা, নালিতাবাড়ি উপজেলা নিয়ে গঠিত শেরপুরের ৩টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছেন ১ জন। তিনি হলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বির্তক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ গোলাম কিবরিয়া (ভিপি) তাকে জামায়াত থেকে মনোনয়ন দিয়ে প্রার্থী ঘোষণা করেছেন দলটি অনেক আগেই। তিনিও দিনরাত ব্যপক গণসংযোগ, পথসভা, মতবিনিময় সভা, বৃক্ষরোপনসহ জনকল্যানমূলক কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন।

এদিকে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সূত্রে জানা গেছে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ৭ নেতা। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, শেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ছেলে শেরপুর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছ খান, সাবেক নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোখলেদুর রহমান রিপন, যুবদল নেতা আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান, দুলাল চৌধুুরী, জেলা বিএপির যুগ্ম আহবায়ক মো. ফজলুর রহমান তারা, মো. মাজাহারুল ইসলাম বাবু। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ গ্রুপিং থাকলেও বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এনসিপি, গন অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নির্বাচনের পদ্ধতি নিয়ে ভিন্ন মত থাকলেও রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাইসহ নির্বাচনি কার্যক্রম সংক্রান্ত বিষয় গুলো নিয়ে দৈনন্দিন ব্যস্ত সময় পার করছেন। পিছিয়ে নেই সীমান্তবর্তী জেলা শেরপুরও।

শেরপুর ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে এ আসনে মু. গোলাম কিবরিয়া ভিপিকে প্রাথী ঘোষণা করেছেন। তিনি নকলা-নালিতাবাড়ি উপজেলার পৌরসভাসহ ২৩টি ইউনিয়নে দলীর নেতা কর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ, সভা-সমাবেশ, পথসভা বৃক্ষরোপন কর্মসূচী দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর জন্য খাদ্য সামগ্রী বিতরন, জনকল্যান মুলক কাজসহ নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছেন।

এদিকে বিএনপির বেশ কিছু নেতার নেতৃত্বে ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূূচি বাস্তবায়নে হাট-বাজারসহ বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরন করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে মনোনয়ন পেতে ইচ্ছুক নেতারা নির্বাচনি এলাকায় বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার, লিফলেট, পোস্টার টাঙিয়ে নেতা-কর্মী সমর্থক ও কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও সমর্থকরা। মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ চালিয়ে যাওয়া নেতারা ব্যাপক গণসংযোগও চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা নিজে নিজে সবাই আশাবাদী, এখন দেখার বিষয় কে পাবেন বিএনপির মনোনয়ন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত প্রার্থী আলহাজ¦ মাওলানা আব্দুল্লাহ আল-কায়েস এ আসনে ইসলামী অন্দোলন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। নালিতাবাড়ি পৌর শহরের আড়াইআনী চরপাড়া এলাকার মরহুম রহিমদ্দিন সরকারের পুত্র। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কার ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ করেন। বিভিন্ন হাট বাজারে ববসায়ীদের দোকানদারদের সঙ্গে কুশল বিনিময় ও হাত পাখার ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এদিকে সাধারণ ভোটাররা কিছু প্রার্থীর সফলতা কামনা করেন এবং উচ্চ শিক্ষিতরা রাজনীতিতে এগিয়ে আসছে বলে তারা মনে করেন এটা আমাদের দেশের জন্য শুভ লক্ষণ।