শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। সেই সাথে গত সাড়ে ১৫ বছরের এদেশের জনগণের উপর জুলুম নির্যাতন করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করেছিল আগামী নির্বাচনের আগেই তাদেরও বিচার কাজ সম্পন্ন করতে হবে। গতকাল শুক্রবার সকাল ৯টায় কলোনীস্থ শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে বগুড়া জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শাজাহানপুর ও গাবতলী উপজেলার রুকনদের নিয়ে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ অন্যায় ভাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল সেটা ফিরত দিতে হবে। এবং এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, এদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে সেগুলো ফিরত আনতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হাকিম সরকারের সভাপতিত্বে ও শাজাহানপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, শাজাহানপুর উপজেলা আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান।
প্রধান অতিথি আরো বলেন, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও এদেশের জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। চাঁদাবাজ, দূর্নীতিবাজদের নেতৃত্ব নির্মূল করে সৎ লোকের শাসন কায়েম করতে হবে। যারা ফ্যাসিবাদের শাসনব্যবস্থা কায়েম করেছিল তারা দেশে আর ফিরে আসতে পারবে না। দেশের সাধারণ জনগণ এখন জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। সেই জন্য সংগঠনের সকল জনশক্তিকে দল, সমাজ ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করার আহবান তিনি করেন।