বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, দুর্নীতিবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে। যারা ক্ষমতায় আসার আগেই ৫ আগস্ট পরবর্তী সারাদেশে খুন, গুম, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্বের মহোৎসবে মেতে উঠেছে তারা ক্ষমতায় গেলে জনগণ নিরাপদে-নির্বিঘ্নে রাতে ঘুমাতেও পারবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষ ঘরের দরজা খুলে র্নিভয়ে, নির্বিঘ্নে, নিরাপদে ঘুমাতে পারবে। চুরি-ছিনতাই, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ চিরতরে বন্ধ হয়ে যাবে। নারীর স্বাধীনতার নামে যারা নারীদের অধিকার লুন্ঠন করেছে, ধর্ষণ করেছে তাদের ঘুম হারাম হয়ে যাবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সবার আগে নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। মানুষের জানমাল, ইজ্জতের নিরাপত্তা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে।
গতকাল সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানা কর্তৃক নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, অতীতে যারাই ক্ষমতা বসেছে তাদের মধ্যে একদল এদেশে ভারতীয় আধিপাত্যবাদ প্রতিষ্ঠা করে দেশের মানুষকে পরাধীনতার শিকলে বন্দী করেছে, আরেকদল দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান করেছে। দেশের হাজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই টাকা দিয়ে বিদেশে বিলাশী জীবনযাপন করছে।
ক্যামেরার সামনে শেষে মানুষের অধিকারের কথা বলে জাতিকে আবারও ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। যেই দলের নেতাকর্মীরা ফুটপাত থেকে চাঁদাবাজি-দখলবাজি, নদীর বালু-পাথর লুট করে সেই দলের কাছে জাতি নিরাপদ থাকতে পারবে কিনা প্রশ্ন রেখে ড. হেলাল উদ্দিন বলেন, পুরোনো ব্যবস্থা রাষ্ট্র চলবে নাকি নতুন বাংলাদেশ বির্নিমাণ করবে; জনগণের নিজেদের নিরাপত্তার স্বার্থে নিজেদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।
জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় না গিয়েও জনগণের ভাগ্যান্নয়নে কাজ করছে উল্লেখ করে ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচিই হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজ সংস্কার সংগ্রাম করে আসছে, মানুষের ভাগ্যান্নয়নে সমাজ সেবা করে আসছে। দারিদ্র্যতা দূরীকরণ ও বেকারত্বের অবসানের লক্ষ্যে জামায়াতে ইসলামী বিভিন্ন কর্মমূখী প্রশিক্ষণ প্রদান করে প্রশিক্ষিতদের কর্মের ব্যবস্থা নিশ্চিত করছে। আগামীতে জামায়াতে ইসলামীকে জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে প্রতিটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তাই জামায়াতে ইসলামীর নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে তিনি দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. নুরন্নবী রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহবাগ মানব কল্যাণ সংস্থার সেক্রেটারি ওবায়দুল্লাহ, শাহবাগ পূর্ব থানার সহকারী সেক্রেটারি আব্দুল মুনিম খান, থানা বাইতুলমাল সম্পাদক মো. কামরুজ্জামান, অফিস সম্পাদক মোখলেছুর রহমান জুয়েল প্রমুখ। সভা শেষে, প্রশিক্ষিত ১২ জন নারী উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।