গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) পৌঁনে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উল্কা সিনেমা হলের পাশে এ হামলা চালায় একদল দুষ্কৃতকারী।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামলাকারীরা আচমকা গাড়ির গতিরোধ করে বৃষ্টির মতো ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে গাড়ির কাচ ভেঙে ছড়িয়ে পড়ে, আহত হন হাসনাত আব্দুল্লাহ নিজেও। তার ডান হাতে কেটে রক্ত বের হয়ে যায়।
ঘটনার সময় গাড়িতে আরও দুইজন আরোহী ছিলেন বলে জানা গেলেও তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহত হাসনাত আব্দুল্লাহকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সূত্র আরও জানায়, হামলার কিছু সময় আগে তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালনা এলাকা থেকে ফিরছিলেন। এই ঘটনায় রাজনৈতিক কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট প্রশাসন।
হামলাটি উদ্দেশ্যমূলক ছিল কিনা এবং কারা এর সাথে জড়িত—সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে গোটা ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।