বাংলাদেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, আগামী নির্বাচনের আগে জুলাই সনদ এর পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। প্রয়োজনীয় পয়েন্ট সেখানে যুক্ত করতে হবে। জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। সংবিধানের ভূমিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সেভাবেই বাংলাদেশের সংবিধান রচনা করতে হবে। প্রয়োজনে গণ ভোট নিতে হবে। আমরা বাকশাল নামক সংবিধান চাই না।
তিনি বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে । নির্বাচনের আগে যদি সংস্কার না হয় তাহলে বাংলাদেশের মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। জামায়াতে ইসলামী নির্বাচন চায়, তবে হুন্ডা গুন্ডা মার্কা নির্বাচন নয়। কেন্দ্র দখলের নির্বাচন নয়, ভোট দখলে নির্বাচন নয়। চাঁদাবাজদের নির্বাচন আমরা চাই না। আমরা চাই বাংলাদেশ অবাধ নিরপেক্ষ সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। সারাদেশে এই দাবীর পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। কোন ধরনের প্রহসনের নির্বাচন বাংলাদেশে আমরা হতে দেব না। ভোটকেন্দ্র যদি কেউ দখল করতে আসে গ্রামের সাধারণ মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার ইবনে তাইমিয়া কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর ওলামা বিভাগ আয়োজিত ওলামা সম্মেলন প্রধান অতিথি বক্তব্য তিনি একথা বলেন।
প্রধান অতিথি বক্তব্য তিনি আরো বলেন, এদেশের মানুষ স্বৈরাচার কে বিদায় করেছে। সকল শ্রেণীর ওলামায়ে কেরাম নির্ভয়ে বিচরণ করার সুযোগ পেয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। অতীতের যে কোন সময়ের তুলনায় ওলামায়ে কেরামদের মধ্যে আজ একটি জাগরণ তৈরি হয়েছে। এটি এ অঞ্চলের মুসলমানদের জন্য একটি রহমতস্বরূপ। ওলামায়ে কেরামদের প্রতিটি জনপদে ইসলামের বিপ্লবী দাওয়াত পৌঁছে দিতে হবে।
তিনি আরো বলেন,আলেম-ওলামাদের নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। কোন ধরনের ষড়যন্ত্রকে বাংলাদেশে বাস্তবায়ন হতে দেবো না। ন্যয় ইনসাফের ভিত্তিতে মানুষের সকল অধিকার নিশ্চিত করে আমরা এদেশে। একটি শান্তির সমাজ, বৈষম্যহীন সমাজ, মানবিক বাংলাদেশ গড়ে তুলব। বৈষম্যহীন সমাজ মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে ফর্মুলা দরকার। সেটা দুনিয়ার কোন মন্ত্রে তন্ত্রে নেই। সেটা আছে একমাত্র আল কোরআনে কাছে। সেই কোরআনের আলোকে দেশটাকে গড়ে তুলতে হবে।
ওলামা সম্মেলন প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় উপদেষ্টা ডঃ আবুল কালাম আজাদ বাসার, কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহবুবর রহমান।
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরীর উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম ।
কুমিল্লা -৮ বরুড়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, কুমিল্লা -৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড.মোবারক হোসাইন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমেদ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব, অধ্যক্ষ মাওলানা আ ন ম মাইন উদ্দিন সিরাজী, শায়েখ মোল্লা নাজিম উদ্দীন, শায়েখ জহিরুল ইসলাম আল- জাবেরী
সম্মেলনে ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা তাজুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশের খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা হাফেজ সোলাইমান, খেলাফত মজলিশ মহানগর সেক্রেটারী মাওলানা আমির হামজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী সেক্রেটারী মাওলানা এনামুল হক মজুমদার।
কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মু.কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মেদ মোল্লা, মাওলানা আলাউদ্দিন সরকার,মাওলানা অহিদুর রহমান।
সম্মেলনে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে শতাধিক ওলামা অংশগ্রহণ করেন।