গোপালপুর (টাংগাইল) সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে সক্রিয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।জনমত তৈরি এবং ভোটের লক্ষ্যে শনিবার (৪ অক্টোবর) বিকেলে টাংগাইল-২ (গোপালপুর-ভূ.াপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবির গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানি গ্রামে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় আলমনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি লতিফ বিএসসিসহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।