নানান আয়োজনে গতকাল শুক্রবার রাজধানীসহ সারাদেশে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, র্যালি, সমাবেশ ও আলোচনার মাধ্যমে বিএনপি ও এর সহযোগী সংগঠন, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন দিবসটি ঘিরে কর্মসূচি পালন করে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহী-জনতা বিপ্লবের স্মরণে সারাদেশে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়। এই দিনে সিপাহী ও জনগণের যৌথ বিপ্লবের মাধ্যমে দেশে একটি নতুন যাত্রা শুরু হয়েছিল। এই বিপ্লবের ফলে জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ক্ষমতায় আসেন।
দিবসটি ঘিরে গতকাল সকালে কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে রাজধানীতে বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হয়। এতে দলের নেতাকর্মীরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছাকি সম্বলিত ব্যানার, পোস্টার ও বিলবোর্ড প্রদর্শন করে। এর আগে গতকাল সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। তারা দলের প্রতিষ্ঠাতার মাজার জিয়ারত করেন এবং তার কবরে পুষ্পমাল্য অর্পন করেন।
নাটোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বেলা সাড়ে ১১টায় উপশহর মাঠে শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি ও চারা রোপণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বান্দরবানের থানচি উপজেলার নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। সাঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বেলা ১১টায় শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা বিএনপি। র্যালিটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি বাজার বাসষ্ট্যান্ড প্রধান সড়ক ধরে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে সাবেক এমপি ফজলুল আজিমের বাসভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসভবনে এক আলোচনা সভায় মিলিত হয়।
মোংলায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য আয়োজনে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোংলা শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে মিলিত হয়। বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বগুড়া জেলার সোনাতলায় জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। উপজেলার ঘোড়াপীরস্থ দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াপীর মোড়ে এসে শেষ হয়।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্েযাগে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে একটি বিশাল র্যালী ইসলামী ব্যাংকের সামন থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংক চত্বরে একটি পথসভায় মিলিত হয়। এছাড়া দেশের অধিকাংশ জেলা, উপজেলায় ও পৌরসভায় দিবসটি ঘিরে নানা কর্মসূচি পালিত হয়েছে।