বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী বলেছেন, পবিত্র কোরআন অবমাননাকারীর দ্রুত বিচার, শাপলা চত্বর ও জুলাই ২৪ এর শহীদদের রাষ্ট্রীয় মর্যাদাসহ খেলাফত আন্দোলন ঘোষিত ৭ দফা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
আজ শুক্রবার (১০অক্টোবর) বিকেল ৪টায় যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত গণমিছিল মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ রুকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ঢাকা মহানগর আমির মুফতি মাহবুবুর রহমান, মুফতী আফম আকরাম হোসাইন, এডভোকেট জয়নাল আবদীন বকুল ও মুফতি আবুল হাসান কাসেমী।
মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে বটে কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। পবিত্র কুরআনকে বারবার অবমাননা করা হচ্ছে ইসলামের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। প্রাইমারি স্কুলে নাচ-গানের শিক্ষক নিয়োগ, বাংলাদশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন, পতিতাদের ভাতা প্রদান দেশের শান্তি প্রিয় ধর্মপ্রাণ জনতাকে ক্ষুব্ধ করেছে। দেশে এখনো খুন, চাঁদাবাজি, দুর্নীতির বন্ধ হয়নি।
সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়ে পল্টন মোড় ঘুরে প্রেসক্লাবে এসে সমাপ্ত হয়