মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-৫ মুক্তাগাছা সংসদীয় আসনের প্রার্থী জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার মুক্তাগাছা বড় মসজিদ এ আছর নামাজ শেষে মুক্তাগাছা পৌর শহরের শপিংমল, মোদিদোকানী, ভ্রাম্যমাণ ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে করমর্দন করেন, তাদের খোঁজ খবর নেন এবং দেশে ইসলামী শাসন কায়েমে শহীদি কাফেলার মার্কা দাঁড়িপাল্লায় ভোট চান এবং দল ক্ষমতায় গেলে এই উপজেলার বৃহৎ জনগোষ্ঠীর জন্য করণীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।

তিনি ভোটারদের বলেন, সোয়া ১৪শত বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) মদিনায় যে ইসলামিক স্টেট করেছিলেন তা আজকে সারা দুনিয়ার মানুষের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। রসুল (সাঃ) এর আদর্শ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। রাসুলের আদর্শকে বাস্তবায়ন করার প্রত্যয় নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। তিনি বলেন আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আগামীদিনে ইসলামের পক্ষে লড়াই করব। এদেশে কুরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমেই মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে। এই জন্য দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে কুরআনের আইন প্রতিষ্ঠার ব্যবস্থা করে দিবেন।

এ সময় তার সাথে মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ শামছুল হক, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, পৌর জামায়াতের আমীর আফতাবুর রহমান আকন্দ, উপজেলা জামায়াতের সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মাওলানা আজহারুল ইসলাম শাহীনসহ পৌর জাময়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।