দাগনভূঁঞা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ এবং পথসভায় প্রধান মেহমানের বক্তব্যে ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। বিগত ১৭ বছর মামলা, হামলা গ্রেফতারের পরেও এক মুহূর্তের জন্য সামাজিক এবং সেবামূলক কার্যক্রম বন্ধ রাখেনি। ৫ আগষ্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা করেছে। আমরা কখনো রাষ্ট্র এবং জাতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করিনি। বরং যেখানে অন্যায়, দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, সামাজিক অপরাধ সেখানেই আমরা প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলেছি।সরকারে না থেকেও শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি এবং সাংস্কৃতিসহ প্রয়োজনীয় সেক্টরে জামায়াত অসামান্য অবদান রেখেছে। আমাদের সেবামূলক কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়েছে। আজ এদেশের মুক্তি পাগল জনসাধারণ জামায়াতে ইসলামীকে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগন জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। আমরাও জাতির এ দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত রয়েছি, ইনশাআল্লাহ।
পৌরসভা আমীর মাও কামরুল আহসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু সাঈদ কামরুজ্জামান এর পরিচালনায় উক্ত গণসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিন জামায়াতের মজলিশে শুরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং বি আর ডি বির সভাপতি মাষ্টার নজির আহম্মদ পৌরসভা কর্মপরিষদ সদস্য, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুর নবী রুবেল, আমজাদ হোসেন, ওমর ফারুক সহ নেতৃবৃন্দ ।