আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গাজীপুর মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর বিলাসপুর বটতলার মোড় থেকে শুরু হয়ে জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড হয়ে শিববাড়ি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য ও মেট্রো সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোঃ ছাদেকুজ্জামান খান। আরও উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড জামায়াতের আমীর মোঃ খালিদ হোসেন, নায়েবে আমির মোঃ ছিদ্দিক আহমদ খান, সেক্রেটারি মোঃ ফয়সাল ইসলাম, সহকারী সেক্রেটারি মোঃ ফেরদৌস আহমেদ ও মোঃ আব্দুল হক, জামায়াত নেতা মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া ও মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ একটি ঐতিহাসিক কর্মসূচি। গাজীপুর থেকে সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা এই সমাবেশে অংশগ্রহণ করবো। আমাদের লক্ষ্যÍসন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন।” তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এ আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

কুমিল্লা অফিস : ঢাকায় জাতীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুুতি বৈঠক করেছে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী।

গতকাল রোববার সন্ধায় কুমিল্লা মহানগরী ফারুকী হাউজস্থ জামায়াত কার্যালয় এই সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগর জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর এর পরিচালনা এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মু.,মোছলেহ উদ্দিন,নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,মহানগরী জামায়াতে সহকারী সেক্রেটারী যথাক্রমে মু.কামারুজ্জামান সোহেল,নাছির আহম্মেদ মোল্লা।মহানগরী জামায়াতের দপ্তর সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, অর্থ সম্পাদক আমির হোসাইন ফরায়েজী মহানগরীর জামায়াতে কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন,এড এয়াকুব আলী চৌধুরী, দেলোয়ার হোসাইন সবুজ প্রমুখ।

নেত্রকোণা সংবাদদাতা : এদেশের মানুষ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। মানুষ আর কোন স্বৈরাচারী শাসন দেখতে চায় না। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতকে কালের মুয়াজ্জিনের ভূমিকা রাখতে হবে। কর্মী গঠন, মানোন্নয়ন ও দেশের মানুষের সেবা দেওয়ার জন্য নিজেদের তৈরি করতে হবে। আগামীর নেতৃত্ব ইসলামের নেতৃত্ব, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশের ৭ দফা দাবির পক্ষে জনমত গড়ে তুলতে হবে। ১৯ জুলাইয়ের সমাবেশ হবে দেশের মানুষের মুক্তির সমাবেশ। নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়।

প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডঃ সামিউল হক ফারুকী গতকাল শনিবার সকাল ৮ থেকে শুরু হয়ে চলে বিকাল ৫ টা পযর্ন্ত কর্মশালায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আমির মোঃ আব্দুল করিম,কিশোরগঞ্জ জেলা আমির অধ্যক্ষ রমজান আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্যবন্দ। এসময় কর্মশালায় বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা: জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে ঢাকা জেলা জামায়াতের উদ্যোগে সমাবেশ বিক্ষোভ মিছিল করেছেন। বরিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা কদমতলী গোলচত্ত্বর এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতে ইসলামী আমির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। ঢাকা জেলা জামাতের নায়েবে আমির ঢাকা ৩ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক শাহিনুর ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা নায়েবে আমীর ও ঢাকা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম, জেলা শূরা সদস্য ও ঢাকা-২ আসনের এমপি প্রার্থী ইন্জিনিয়ার তৌফিক হাসান। দক্ষিণ কেরানীগঞ্জ থানা জামাতের আমির জেলা কোন পরিষদের সদস্যএডভোকেট আব্দুর রাজ্জাক ডাক্তার এমাদুলসহ জেলা জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জাতীয় সমাবেশকে সফল করতে চট্টগ্রামের বাঁশখালীতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী দক্ষিণ শাখার উদ্যোগে চাম্বল বাজারে অনুষ্ঠিত এই গণমিছিল ও সমাবেশ বিপুলসংখ্যক জনতা অংশ গ্রহণ করেন। গণমিছিল শেষে উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক।

উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আরিফ উল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

সমাবেশে উপজেলা জামায়াতের সাবেক আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, জিএম সাইফুল ইসলাম, সৈয়দ মর্তুজা আলী, আব্দুল জলিল মানিক, মাস্টার ইমরান বাচ্চু, রবিউল আলমসহ দক্ষিণ বাঁশখালী জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা : জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচার প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন পৌর শাখার উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৩ জুলাই ) বাদ আসর খাসমহল জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর রোডে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় পৌর জামায়াতের আমীর অধ্যাপক মামুন আলমের

সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর, ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনে জামায়াতে ইসলামী’র এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন।

বিশেষ অতিথি’র বক্তব্যে অধ্যক্ষ মীর শরীফ হোসেন জামায়াতের ৭ দফা দাবি বাস্তবায়নে সকলকে আগামী ১৯ জুলাই ঢাকায় সমাবেশে অংশ গ্রহণের আহবান জানান।