নারায়ণগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবি ও জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন নারায়ণগঞ্জ জামায়াত।

নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত স্মারক লিপি প্রদানের পূর্বে দলটি শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিশাল মিছিল সহ জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়। রবিবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত স্মারক লিপি প্রদান পূর্বে বক্তব্য দান কালে মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, আজকে আমরা যেই স্মারক লিপি দেবো, তা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই। আমাদের এই ৫ দফা জেলা প্রশাসকের মাধ্যমে বলতে চাই, এই ৫ দফা কোনো জামায়াতে ইসলামীর দফা না,এটা গণমানুষের দফা।আমাদের এক নাম্বার দাবি ছিলো জুলাই সনদের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।কিন্তু কোনো কোনো দল বলেছিল এখন প্রয়োজন নেই।নির্বাচনের পরে সংবিধান ভুক্ত করে পার্লামেন্টে যিনি পাশ করবে, জনগণের যে রায় ছিলো এই রায় সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্থাপন করেছিলো, সেই রায়কে বুঝতে পেরে তারা তা মেনে নিয়েছে। এক সময় জামায়াতে ইসলামী জনগণের ভোটের অধিকার নিশ্চিতের জন্য কেয়ারটেকার পদ্ধতি বাস্তবায়ন করতে চেয়ে ছিল। যখন কোনো সরকার থাকবেনা তখন কেয়ারটেকার সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবে।আমরা বাংলাদেশের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়েছি। এখন বিষয় হলো সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। তিনি আরও বলেন, আমাদের মধ্যে অনেক মতানৈক্য, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সকল দলমত একত্রে কাজ করবো, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ ৩ আসনের জামায়াত এমপি প্রার্থী ইকবাল হোসেন ভূইয়া, নারায়ণগঞ্জ ১ (রুপগঞ্জ) আসনের এমপি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মমিনুল হক সরকারের সভাপতিত্বে স্মারক লিপি প্রদান কালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিন সহ জেলা ও মহানগরী জামায়াত নেতৃবৃন্দ।

গাজীপুর : জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১২ অক্টোবর) সকালে শিববাড়ি মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনটির নেতারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদান পূর্বে মহানগরের শিববাড়ি এলাকা আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোঃ শফিউদ্দিন।

এ সময় বক্তব্যে গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন বলেন, জুলাই জাতীয় সনদ জাতির আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক। জনগণের ত্যাগকে অর্থবহ করতে এই সনদে দ্রুত আইনি স্বীকৃতি দিতে হবে। আমরা চাই নির্বাচনের আগে পিআর পদ্ধতি চালু করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হোক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনের এমপি প্রার্থী মোঃ খায়রুল হাসান, গাজীপুর-২ (সদর) আসনের প্রার্থী মোঃ হোসেন আলী, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের প্রার্থী মোঃ সালাহ উদ্দিন আইউবী, গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনের প্রার্থী শাহ আলম বকশী, গাজীপুর-৬ (টঙ্গী) আসনের প্রার্থী ও তুরস্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপির প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হলেও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এখনো দেওয়া হয়নি। জামায়াতে ইসলামী মনে করে, এ সনদকে আইনি স্বীকৃতি প্রদান না করলে জনগণের আন্দোলনের অর্জন প্রশ্নবিদ্ধ হবে।

এতে আরও বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করা জরুরি, যা ভোটের সঠিক মূল্যায়ন, রাজনৈতিক ভারসাম্য ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় সহায়ক হবে। পাশাপাশি অতীতের দমন-নিপীড়ন, গুম-খুন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্থাপিত পাঁচ দফা দাবি:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের আয়োজন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত, অতীতের দমন-নিপীড়নের বিচার এবং স্বৈরাচারের দোসর দলসমূহের কার্যক্রম নিষিদ্ধ করা।

স্মারকলিপিতে বলা হয়, “দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা ফিরবে, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং আগামি নির্বাচন হবে সত্যিকারের গণতান্ত্রিক।

মাদারীপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক সারাদেশব্যাপী জেলা প্রশাসক বরাবর পাচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত স্মারক লিপি পেশ করা হয়। নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার সম্মানিত আমীর মাওলানা মোখলেসুর রহমান।

মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আমীরের নেতৃত্বে একটি দল জেলা প্রশাসক জনাব মোসাম্মৎ ইয়াসমিন আক্তার এর নিকট হাতে হাতে স্মারকলিপি পৌঁছে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুছ ছোবহান খান, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান খান, মাদারীপুর সদর উপজেলা আমীর মাওলানা হুমায়ুন কবির,

পৌরসভা আমীর মাওলানা আলমগীর হোসেন, উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কাজী আবুল বাশার।

এর পূর্বে জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমানের নেতৃত্বে একটি বিশাল মিছিল ইটের পুল মাইক্রোস্ট্যান্ড থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে যান এবং সেখানে সমাবেশ শেষে একটি টিম জেলা প্রশাসকের অফিসে গিয়ে স্মারকলিপি পেশ করেন।

জামালপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে জুলাই সনদ সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট প্রদান করা হয়। রবিবার সকালে এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।

স্মারকলিপি প্রদানে অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। জামালপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ এর সঞ্চালনায় স্মারকলিপি প্রদান পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখলেন জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল , সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী। আরো বক্তব্য রাখেন জামালপুর শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান , জামালপুর সদর শাখার আমীর শরিফুল ইসলাম, মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, শহর শাখার প্রশিক্ষণ সেক্রেটারি অধ্যক্ষ জিয়াউল কবির প্রমুখ।

ঝিনাইদহ : জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে র‌্যালি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে জামায়াতে ইসলামী।

রোববার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা জামায়াতের পক্ষ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তাদের দাবি-সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পেশ করেন।

এর আগে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমীর ঝিনাইদহ -২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর, নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি কাজী সহির আহম্মদ, কেন্দ্রীয় শূরা সদস্য ঝিনাইদহ -৩ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, সদর শাখার আমীর ড. হাবিবুর রহমান, শহর শাখার আমীর অ্যাড. ইসমাইল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সে সময় বক্তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান। সেই সঙ্গে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এবং ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচারের দাবি জানান।

ময়মনসিংহ : সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর জামায়াত ও ময়মনসিংহ জেলা জামায়াত।

রবিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি জমাদেন ময়মনসিংহ মহানগর ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

সরেজমিনে দেখাগেছে, ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল ও জেলা জামায়াতের আমীর মো: আবদুল করিমের নেতৃত্বে বেলা ১২ টার দিকে প্রায় কয়েক হাজার নেতা-কর্মীদের নিয়ে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানের আগে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহ-সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী, মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহ-সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার সহ বিভিন্ন সাংগঠনিক থানা শাখার নেতাকর্মীবৃন্দ।

ফরিদপুর : প্রধান উপদেষ্টা বরাবর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গনভোট আয়োজন সহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে ফরিদপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখা। এ সময় ফরিদপুর চক বাজার থেকে এক বিশাল মিছিল সহকারে জেলা প্রশাসক এর কার্যালয়ে আসে দলের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা আমীর মাও: মুহা: বদরুদ্দীন, নায়েবে আমীর মোঃ ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক আ: ওহাব, সদর আমীর মোঃ জসিমউদদীন, পৌর আমীর ডঃ এহসানুল মাহবুব রুবেল, পৌর সেক্রেটারি ইব্রাহিম মুন্তাজির তাকিম সহ জেলা সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

টাঙ্গাইল : পিআর প্রদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে টাঙ্গাইলে স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামী। জেলা প্রশাসক শরীফা হকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেয়া হয়।

এর আগে শহরের শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমীর আহসান হাবীব মাসুদ, নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান,অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, ইসলামী ছাত্রশিবিরের টাংগাইল জেলা সভাপতি মো. মাজহারুল ইসলাম। সমাবেশ সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

পরে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে নেতাকর্মীরা স্মারকলিপি প্রদান করেন।

৫ দফা দাবিগুলো হল- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বাগেরহাট : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ০৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা।

রবিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি জমা দেন বাগেরহাট জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে এদিন বেলা ১২ টার দিকে জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মীদের নিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের আগে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রবেশ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমীর, খুলনা অঞ্চল টিম ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা জামায়াতের নায়েবে আমীর জননেতা এ্যাডঃ মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, মাওলানা আলতাফ হোসাইন, শেখ মনজুরুল হক রাহাদ,মাওলানা আবুল কাশেম, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মোর্শেদ আলম ও সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ। জামায়াতের সদর উপজেলা আমীর মাওলানা ফেরদাউস আলী, ফকিরহাট উপজেলা আমীর মাওলানা এবিএম তৈয়বুর রহমান,কচুয়া উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, মংলা উপজেলা আমীর মাওলানা আবু হানিফ ও বাগেরহাট পৌর আমীর মাওলানা শামীম আহসান সহ বিভিন্ন সাংগঠনিক থানা শাখার নেতা-কর্মীবৃন্দ।

সুনামগঞ্জ : জাতীয় সংসদের উভয় কক্ষে পি.আর পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) বেলা ২ ঘটিকায় সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। সেখান থেকে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে ৫দফা দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুনামগঞ্জ -৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শামসুদ্দিন, সুনামগঞ্জ -৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসিন খান, সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ আব্দুল্লাহ সুনামগঞ্জ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমি র মমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ সদর উপজেলা জামাতের আমীর অধ্যাপক মোহাম্মদ আলী, সেক্রেটারির সোলেমান চৌধুরী, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সালাম মোঃ মামুন, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন প্রমুখ।

সিরাজগঞ্জ : জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে দেশব্যাপি কর্মসূচী ও যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করেছে সিরাজগঞ্জ জেলা জামায়াত।

রোববার বেলা ১১ টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ- (১) কাজিপুর আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ -২ (সদর - কামারখন্দ) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট সাইদুল ইসলাম, ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি ছাত্রনেতা মোঃ শামীম রেজা, জেলা সভাপতি আব্দুল আজিজ, উল্লাপাগা উপজেলা জামায়াতের আমীর মোঃ শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান,শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী মুর্তজা।

মেহেরপুর : পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গণ মিছিল মেহেরপুর জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ডা: শামসুজ্জোহা পার্ক চত্বর থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা আমীর মাওলানা তাজউদ্দিন খানের নেতৃত্বে গণমিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর পাঁচ দফা দাবিনামা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

শেরপুর : দেশের চলমান সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণের লক্ষ্যে জনগণের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখা ৫ দফা গণদাবি পেশ করেছে। রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর এই স্বারকলিপি প্রদান করেন শেরপুর জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর পৌর আমীর মাওলানা মোঃ নূরুল আমিন, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আশেকউজ্জামান বুলবুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

মানিকগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে “জুলাই জাতীয় সনদ” বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারি মাসে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার কাছে স্মারকলিপিটি প্রদান করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চল সহকারী পরিচালক মানিকগঞ্জ-৩ নং আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন, মানিকগঞ্জ জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, পৌরসসভা আমীর মোঃ হুমায়ূন কবির, ও সদর উপজেলা আমীর মুঃ ফজলুল হক প্রমুখ।

এর আগে, মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

লালমনিরহাট : জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রোববার ১২ অক্টোবর ২০২৫ ইং তারিখ। সকাল ১০ টায় লালমনিরহাট জেলা জামায়াতের উদ্যোগে শহরের মিশন মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারি ও আদিতমারী - কালীগঞ্জ- ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সাবেক আমীর এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ্যাভোকেট আব্দুল বাতেন, সাবেক আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম প্রমূখ।

বক্তাগণ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবি মেনে নিয়ে। আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে আয়োজন করার জোড় দাবি জানিয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেনী : জেলা জামায়াতের উদ্যোগে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার দুপুরে এক বিরাট বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্বে ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য জননেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমীর মুফতি আবদুল হান্নান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম ও এডভোকেট জামাল উদ্দিন, জেলা প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, জেলা সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলাল প্রমুখ।পরে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইসমাইল হোসেনের হাতে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি তুলে দেন।

দিনাজপুর : সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট বাস্তবায়নসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ১২ অক্টোবর, রোববার, সকাল সাড়ে ১১ টায় মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা একটি স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি প্রদান পূর্ব জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।

কেন্দ্রীয় মজলিসে জেলা ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও দিনাজপুর-৪ আসনের এমপি প্রার্থী জননেতা আফতাব উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সাবেক জেলা আমীর ও দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী জননেতা আনোয়ারুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের এমপি অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর-২ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, দিনাজপুর-৫ আসনের এমপি প্রার্থী জননেতা আনোয়ার হোসেন ও ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সেক্রেটারি মাসুদ রানা প্রমুখ।