জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ ঘটেছে। এতে অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ডা. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। শুক্রবার রাজধানীর গুলিস্তানে এই কমিটি ঘোষণা করা হয়। এছাড়া, কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন তুহিন মাহমুদ।
সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণাপত্রে বলা হয়, জাতীয় যুবশক্তি বিশ্বাস করে তরুণরা ইতিহাসের প্রতিটি মৌলিক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে। এখন সময় এসেছে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র নির্মাণের। এক ধারাবাহিক লড়াইয়ের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। যার সূচনা হয়েছিল ১৯৪৭ সালের আজাদীর লড়াইয়ে, পরবর্তীতে তা একাত্তরের স্বাধীনতা সংগ্রামে রূপ নিয়েছে। আর চব্বিশের গণঅভ্যুত্থানের এক নতুন দিশা ও প্রত্যয়ের জন্ম দিয়েছে।
এতে আরও বলা হয়, যুবশক্তি দায় ও দরদের রাজনীতি করতে চায়। যেখানে নেতৃত্ব মানে দায়িত্ব গ্রহণ, সহানুভূতিশীলতা, সহনশীলতা এবং নাগরিকের সমস্যা সমাধানের উদ্যোগ। দায়িত্ব, সহানুভূতি ও মানবিকতা ছাড়া রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব নয়। যুবশক্তি এমন এক বাংলাদেশ চায় যেখানে নাগরিক মর্যাদা কাগজে নয়, বাস্তব জীবনে প্রতিফলিত হবে। যেখানে রাষ্ট্র সকল ভাষা, সংস্কৃতি, ধর্ম ও জাতিসত্তার মর্যাদা দেবে। তাছাড়া, সাম্প্রদায়িক সম্প্রীতি কেবল স্লোগান নয়, রাষ্ট্রীয় নীতির ভিত্তি হবে। যেকোনও প্রকার ধর্মবিদ্বেষ ও উগ্রতাকে পরিহার করে, বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মবোধ এবং সামাজিক-নৈতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্প্রীতি, ইনসাফ ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা চায় যুবশক্তি।