ঢাকা-১৫ সংসদীয় আসনের কাফরুল থানা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগ ও মিছিলে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জনাব মোবারক হোসাইন বলেন, “সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে জনগণের কথা শুনছেন। তিনি কেবল একজন সংসদ সদস্য প্রার্থী নন; বরং ১১ দলীয় নির্বাচনী ঐক্য জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে তিনিই হবেন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ।”
এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা শুধু একজন এমপি প্রার্থীকে নয়, একজন যোগ্য ও সৎ লোককে ভোট দেবেন। তিনি এই এলাকার সমস্যা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং এসব সমস্যা সমাধানে ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন।”
মোবারক হোসেন আরও বলেন, ডা. শফিকুর রহমান গণমাধ্যম ও গণসমাবেশে স্পষ্টভাবে জানিয়েছেন যে, এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর কার্যকর সমাধানে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হবে। দেশের চলমান নানা সংকট নিরসনে তিনি একজন যোগ্য রূপকার হিসেবেই পরিচিত।
গণসংযোগ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।