শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী বলেন, আলেমরা নবীদের ওয়ারেশ। তারা জাতির পথপ্রদর্শক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআন-সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হলে সবাইকে মাঠে নামতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

শুক্রবার সকালে শাজাহানপুর উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের উদ্যোগে ভোটকেন্দ্রভিত্তিক ওলামা কমিটির দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শাজাহানপুরের মাটিতে শহীদের রক্ত ঝরেছে। তাই এ মাটিতে ইসলামের পতাকা উড্ডীন করতেই হবে।