গত বুধবার লালমনিরহাট জেলা জামায়াত অফিসে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সভাপতিত্ব করেন জেলা আমীর এডভোকেট আবু তাহের, উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি হাফেজ শাহ আলম, লালমনিরহাট ১,২,৩ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট ফিরোজ হায়দার লাভলু, আনোয়ারুল ইসলাম রাজু হারুন অর রশিদ, সাবেক জেলা আমীর ও রংপুর অঞ্চল ইউনিট টিম সদস্য আব্দুল বাতেন, কর্মপরিষদ সদস্যবৃন্দ ও সকল থানা আমীর এবং সেক্রেটারিবৃন্দ। প্রধান অতিথি বলেছেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনে প্রত্যক জামায়াত কর্মী কে কাজ করতে হবে। সেই সাথে জনসংযোগ এবং ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে।