গত বৃহস্পতিবার তারিখে বরিশাল নগরীর টাউন হলে বরিশাল মহানগর শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ বরিশাল এর উপাচার্য ডক্টর আব্দুল বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল প্রফেসর রফিকুল ইসলাম খান। সিটি কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরিশাল অঞ্চল সভাপতি অধ্যাপক মোঃ হাবিবুর রহমান। ঝালকাঠী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার মাধ্যমিক। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল এর ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আবু জাফর মোঃ হাবিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন। মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ সোহরাব হোসেন। মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মাস্টার মিজানুর রহমান। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি সুপার মাওলানা শহিদুল ইসলাম। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি মোঃ কামাল হোসেন। কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নিজামুল হক। কিন্টারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ শাহজালাল।