বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও দলের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ফেরার জন্য নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা দেশবিরোধী চক্রান্তের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়। কিন্তু জামায়াতে ইসলামীর একজন কর্মীও বেঁচে থাকতে তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না।

তিনি বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় স্বৈরাচার কায়েম করেছে। জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা টিকিয়ে রাখতে তারা দমন-পীড়নের রাজনীতি চালাচ্ছে। তবে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক রাজনীতিবিদরাই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ।”

গতকাল শুক্রবার সকালে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কেন্দ্রের নির্বাচনি কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সোনাকানিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শাহাদত হোছাইন চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা ছগীর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সাবেক ভিপি মো. মোজাম্মেল হক, সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন, সিরাজুল ইসলাম, মাস্টার নুরুল আলম, মাওলানা কাজী সৈয়দ আহমদ, আব্দুল হামিদ ও মাওলানা শামসুল আলম হেলালী।

সমাবেশে বক্তারা বলেন, দেশ ও ইসলামবিরোধী শক্তির সকল অপচেষ্টা রুখে দিতে হবে। জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার ও ইসলামি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেষে প্রধান অতিথি আলহাজ্ব শাহজাহান চৌধুরী উপস্থিত নেতা-কর্মীদের প্রতি সংগঠন শক্তিশালীকরণ, নির্বাচনি প্রস্তুতি জোরদার ও জনগণের পাশে থেকে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেয়ার আহ্বান জানান।