ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে জামালপুর সদর উপজেলায় বিএনপির ৩ নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
গতকাল শুক্রবার ( ৭ মার্চ ) রাত ৯টার দিকে জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন- হাজীপুর ফকির পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৩) ও নজরুল ইসলামের ছেলে মো. ফরমান (৪২)। তারা তিনজনই একই এলাকার বাসিন্দা।
জানা যায়, হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিলেন বিএনপির এই নেতাকর্মীরা। এ নিয়ে ওই ব্যবসায়ী অভিযোগ করলে যৌথবাহিনী শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তারা তিনজনই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, “চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির সঙ্গে জড়িত। আরও তদন্ত করে দেখছি। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হবে।”