আজ ৫ আগস্ট— এই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে চলে যান। দিনটির তাৎপর্য স্মরণে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির সকালে একটি বৃহৎ সাইকেল র্যালির আয়োজন করে।
ভোরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হওয়া র্যালি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজাধীনের গণভবনের সামনে গিয়ে পুনরায় অন্য পথে ঢাবি ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন, যারা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড ও বিভিন্ন শ্লোগান নিয়ে রাস্তায় প্রদক্ষিণ করেন।
আয়োজকদের মতে, এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল শান্তিপূর্ণভাবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গণঅভ্যুত্থানের বার্তা পৌঁছে দেওয়া এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো।
র্যালিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, প্রচার সম্পাদক সাকিক কায়েম, ঢাবি শাখার সভাপতি এস এম ফরজাদ, সেক্রেটারি মহিউদ্দিন খানসহ প্রায় পাঁচশ সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।