বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী) এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে বিদেশের আধুনিক উন্নত সকল চিকিৎসা দেশেই পাওয়া যাবে। তিনি বলেন, বিদেশে ফেরেশতা এসে আধুনিক উন্নত চিকিৎসা প্রদান করে না। বিদেশে যেই সকল প্রযুক্তির সাহায্যে চিকিৎসা করা হয় সেই সকল উন্নত আধুনিক প্রযুক্তি দেশে এনে দেশের জনগণের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।
গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পশ্চিম থানার উদ্যোগে স্থানীয় সবু স্মৃতি পাঠাগারে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের দুর্নীতির কারণে কেবল জনগণ নয় আজ তারাও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তিনি বলেন, আজকে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা থাকলেও তিনি আজ যেতে পারেননি। কারণ দেশে একটি এয়ার অ্যাম্বুলেন্স নেই! স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা বিদেশীদের দয়ার এয়ার অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে হয়! এটি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। যারা বিগত সময়ে ক্ষমতায় ছিল তাদের দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাটের কারণে বাংলাদেশ আজও উন্নত রাষ্ট্রের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারেনি। তাদের দুর্নীতিতে আজ তারাও ভোগান্তি পোহাতে হচ্ছে। দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের পাপের প্রায়শ্চিত্ত থেকে জাতিকে রক্ষা করে জামায়াতে ইসলামী একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চায়। এজন্য ঢাকা-৮ সংসদীয় এলাকার জনগণের কাছে তিনি সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না; জামায়াত মানুষের কল্যাণে নিবেদিত সংগঠন। জামায়াতে ইসলামী ৪ দফা কর্মসূচিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে। তারমধ্যে অন্যতম একটি সমাজ সংস্কার ও সমাজ সেবা। সামাজিক সেবামূলক যেকোন কাজ জামায়াতে ইসলামী দলমত, ধর্ম বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে পরিচালনা করে আসছে। জামায়াত ক্ষমতায় গেলে এই ধারা অব্যাহত রেখে প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করবে। ‘যারা এখন বলে ক্ষমতায় গিয়ে এই করবে, সেই করবে; তারা বিগত সময়ে যখন ক্ষমতায় ছিল তখন কী করেছে জনগণ তা জানে’। আওয়ামী অপশাসনের ১৫ বছর তাদের নেতারা বিদেশে নিরাপদে উন্নত জীবনযাপন করেছে। কিন্তু জামায়াতে ইসলামীর নেতাকর্মী দেশের মানুষের অধিকার আদায়ে আপসহীন সংগ্রাম চালিয়েছে। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী বিদেশে চলে যায়নি। জীবন দিয়েছে, রক্ত দিয়েছে তারপরও জামায়াতের কোনো নেতা আধিপত্যবাদের কাছে মাথানত করে দেশের মানুষকে রেখে বিদেশে চলে যায়নি। জামায়াত নেতারা জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছে, খুন- গুম, আয়না ঘরের অমানবিক টর্চারের শিকার হতে হয়েছে। এতো জুলুম-নির্যাতনের পরও জামায়াতে ইসলামী একদিনের জন্যও কার্যক্রম বন্ধ রাখেনি, রাখবে না। কোনো ষড়যন্ত্র জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা বন্ধ করতে পারেনি, পারবে না। জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় শক্তি জনগণের আস্থা ও ভালোবাসা।
শাহজাহানপুর পশ্চিম থানা আমীর মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আব্দুল্লাহ হিল কাফি মাহমুদের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মহিব্বুল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে শাহজাহানপুর পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।