বরগুনায় ধর্ষনের শিকার কিশোরী এবং পরবর্তিতে তার বাবা মন্টু দাসের হত্যাকান্ডের ফলে দিশেহারা বিপর্যস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। এ সময় তিনি পরিবারটির বেঁচে থাকা দুটি শিশু সন্তানের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত সকল আর্থিক দ্বায়িত্ব জামায়াত ইসলামী নিয়েছে বলে ঘোষনা করেন।

ডা. শফিকুর রহমান সোমবার বেলা ১১ টায় বরগুনা সার্কেটহাউজ মাঠে পৌছেন। এ সময় তিনি শহরের কালীবাড়ি রোডস্থ মৃত মিন্টু দাসের বাড়ি যান এবং তার স্ত্রীর সাথে কথা বলে সমস্ত ঘটনা অবগত হয়ে গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন।

গত ৪ঠা মার্চ পৌর শহরের ১নং ওয়ার্ডের কালীবাড়ি রোর্ডের মন্টু দাসের ৭ম শ্রেণির স্কুল পড়য়া মেয়েকে অপহরন করে রাতভর জোরপূর্বক ধর্ষন করে স্থানীয় সৃজীব চন্দ্ররায়। বরগুনা সদর থান পুলিশ মেয়েটিকে ভোর ৫টায় উদ্বার করে। পরের দিন ৫মার্চ কিশোরীর বাবা বাদী হয়ে সৃজীব চন্দ্ররায়কে আসামী করে মামলা করেন। উক্ত ঘটনার জেরধরে ১১ ই মার্চ রাতে মেয়ের বাবা মন্টু দাসকে নির্মম ভাবে হত্যা করে বলে জানিয়েছেন তার পরিবার। এই হত্যা মামলায় সন্দেহভাজন ৫ জনকে গ্রেপ্তার করেছে বরগুনার থানা পুলিশ।

এদিকে আমীরে জামায়াতের আগমনের খবর বরগুনায় ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ বরগুনা টাউন হল মাঠে উপস্থিত হয় এবং আমীরে জামায়াত সেখানে এক পথসভায় বক্তব্য রাখেন।

WhatsApp Image 2025-03-17 at 16.32.10_0b7990e0

এ সময় ডাঃ শফিকুর রহমান বলেন, আমাদের লড়াই সকল জুলুমবাজ ও কায়েমী স্বার্থগোষ্ঠীর বিরুদ্ধে যা কোরআনের নির্দেশ। আর এ নির্দেশ বাস্তবায়নের জন্য জামায়াত ইসলামী আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বরগুনাবাসিকে এই লক্ষ্যে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকার জোর আহবান জানান। জামায়াত সকল নির্যাতিত, নিপীরিত, দিশেহারা, এবং বিপর্যস্ত পরিবারের পাশে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে বলেও তিনি ঘোষনা দেন। বিশেষ করে বরগুনায় ধর্ষিতা পরিবারের বেচে থাকা দুটি শিশু সন্তানের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত সকল আর্থিক দ্বায়িত্ব জামায়াত ইসলামী নিয়েছে বলে ঘোষনা করেন।

আমীরে জামায়াতের বরগুনায় বিশেষ সফরে আগমন উপলক্ষ্যে বিশেষ আতিথি হিসেবে পথসভায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়াযযম হোসাইন হেলাল। ঢাকা মহানগরীর দক্ষিন এর সেক্রেটারী ডঃ শফিকুল ইসলাম মাসুদ। বরিশাল মহানগরীর আমির ও কেন্দ্রীয় মসলিশে শুরার সদস্য জনাব অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মাদ বাবর। পথসভায় সভাপতি হিসেবে বক্তক্য রাখেন বরগুনা জেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোঃ মুহিববুল্লাহ হারুন। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী, ডাক্তার সুলতান আহমেদ মজলিসে শুরা সদস্য ঢাকা মহানগরি দক্ষিণ, বরগুনা সাবেক জেলা আমির ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বরগুনা জেলা সভাপতি মাওলানা আবু জাফর মোঃ সালেহ। পথসভা সঞ্চালনা করেন বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন।